অধরাই রইলো সোনা, আর্চারিতে আবারও রৌপ্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ পিএম, ১১ মে ২০২২
অধরাই রইলো সোনা, আর্চারিতে আবারও রৌপ্য

কম্পাউন্ডের দলগত ইভেন্টে স্বর্ণজয়ের সুযোগ থাকলেও ভারতের কাছে হেরে বাংলাদেশকে রৌপ্যতেই সন্তুষ্ট থাকতে হয়। রিকার্ভ ইভেন্টেও একই হতাশা বাংলাদেশ দলের জন্য। ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে রোমান সানার সামনে স্বর্ণজয়ের সুযোগ থাকলেও ভারতীয় আর্চার মৃণাল চৌহানের কাছে হেরে রৌপ্য পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

বুধবার (১১ মে) এশিয়া কাপ আর্চারিরর রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ভারতীয় প্রতিপক্ষ মৃণাল চৌহানের মুখোমুখি হয়েছিলেন রোমান সানা। এই ম্যাচে প্রতিপক্ষের সাথে কোনো ধরনের প্রতিযোগিতাই গড়ে তুলতে পারেননি দেশসেরা এই আর্চার। ফলাফল ৬-২ সেটে পরাজয়!

দীর্ঘদিন পর নিজের প্রিয় ইভেন্টের ফাইনালে নেমেছিলেন রোমান সানা। তবে ফাইনালে হেরে হতাশ করেন তিনি। তাই তো রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

এদিকে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও আরো তিনটি ইভেন্টের ফাইনালে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে রোমান সানা-দিয়া সিদ্দিকীরা কোনোটিতেই শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেননি।

পুরুষ দলগত রিকার্ভের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। এই ম্যাচেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশের আর্চাররা। এই ম্যাচে বাংলাদেশের হার ছিল ৫-১ সেটে। মেয়েদের দলগত রিকার্ভ ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছিলেন নাসরিন আক্তার, বিউটি রায় এবং দিয়া সিদ্দিকী।

শেষ পর্যন্ত প্রতিন্দ্বন্দ্বিতা গড়ে ৫-৪ সেটে ভারতের কাছে হেরেছে তারা। তাই তো মেয়েদের দলগত রিকার্ভ ইভেন্টেও বাংলাদেশের প্রাপ্তি রৌপ্য পদক।

মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে বাংলাদেশের ব্রোঞ্জ জয় নিশ্চিত হয়েছিল অনেক আগেই। কারণ ব্রোঞ্জের লড়াইয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের দুই আর্চার বিউটি রায় এবং দিয়া সিদ্দিকী। শেষ পর্যন্ত স্বদেশি বিউটি রায়কে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় দিয়া সিদ্দিকী।

এশিয়া কাপের এবারের আসরে কোনো স্বর্ণপদক জিততে পারেনি বাংলাদেশ দল। পুরো আসরে বাংলাদেশের অর্জন চারটি করে রুপা এবং ব্রোঞ্জ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্চারিতে ভারতের কাছে হেরে রৌপ্য পদক পেল বাংলাদেশ

আর্চারিতে ভারতের কাছে হেরে রৌপ্য পদক পেল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

বিপিএল ফুটবল: ভেন্যু নিয়ে আরচ্যারির সাথে বিবাদে বাফুফে

বিপিএল ফুটবল: ভেন্যু নিয়ে আরচ্যারির সাথে বিবাদে বাফুফে