চার বছরের প্রেম, এবার বিয়ে করলেন দেশের দুই অ্যাথলেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১১ জুন ২০২২
চার বছরের প্রেম, এবার বিয়ে করলেন দেশের দুই অ্যাথলেট

দীর্ঘ চার বছরের ভালোবাসার সম্পর্কের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশের দুই অ্যাথলেট মো. ইসমাইল এবং তামান্না রহমান। শুক্রবার (১০ জুন) দিনগত রাতে পারিবার ও অ্যাথলেটিকস অঙ্গনের অনেকের উপস্থিতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে বিকেএসপিতে তামান্নাকে প্রথম দেখেন দ্রুততম মানব ইসমাইল। প্রথম দেখাতেই ভালো লাগার পর বিষয়টি প্রকাশ করলে সাড়া দেন তামান্নাও, চলে প্রেম। দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্ক চলার পর এবার আবদ্ধ হলেন বিবাহবন্ধনে।

রাজধানীর একটি হোটেলে পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ তারকা অ্যাথলেট জুটির বিয়ে। যেখানে অ্যাথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, ইসমাইলের কোচ ফরিদ খান চৌধুরী, অ্যাথলেটিকস কোচ কিতাব আলী, তারকা সাঁতারু মাহফিজুর রহমান সাগর ছাড়াও ক্রীড়াঙ্গনের অনেকই উপস্থিত ছিলেন। কোচ ফরিদ খান চৌধুরীর বিয়েতে উকিল বাবা হয়েছেন।

ইসমাইল চারবারের দ্রুততম মানব। সর্বশেষ লন্ডন প্রবাসী ইমরানুরের কাছে হেরে গেছেন তিনি। এছাড়া জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে চারবারের দ্রুততম মানব ইসমাইলের।

অন্যদিকে, তামান্না হার্ডলস ছাড়াও ১০০ মিটার ও ৪০০ মিটার রিলেতে নিয়মিত অংশ নিয়ে থাকেন। লাল-সবুজ দলের হয়ে ট্র্যাকে দৌড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার।

ইসমাইল ও তামান্না দু’জনেই নৌ বাহিনীতে কর্মরত। নৌবাহিনীর হয়ে জাতীয় অ্যাথলেটিকসে অংশগ্রহণ করেন তারা। জীবনের নতুন অধ্যায়ে দোয়া চেয়েছেন ইসমাইল ও তামান্না দম্পতি।

সংবাদ মাধ্যমকে তারা জানান, আট বছর আগে প্রথম দেখা হওয়ার পর সর্বশেষ চার বছর কেটেছে প্রেমের মধ্য দিয়ে। এখন সম্পর্কটা আরও জোড়ালো করে নিলেন তারা। বাকি জীবনে চলার পথে সবার কাছে চেয়েছেন দোয়া।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বাজেটে ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ছে ‘১৭ কোটি’ টাকা

বাজেটে ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ছে ‘১৭ কোটি’ টাকা

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে: তামিম

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি পেয়েছে ‘এনপিসি বাংলাদেশ’

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি পেয়েছে ‘এনপিসি বাংলাদেশ’

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ