ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বিশ্বকাপের ম্যাচ ফি দেওয়ার ঘোষণা রশিদ খানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৮ অক্টোবর ২০২৩
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বিশ্বকাপের ম্যাচ ফি দেওয়ার ঘোষণা রশিদ খানের

আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু, খাদ্য ও চিকিৎসা সামগ্রী জরুরি হয়ে পড়েছে। দেশের এ অবস্থায় এগিয়ে এসেছেন ক্রিকেটার রশীদ খান। বিশ্বকাপে নিজের সব ম্যাচ ফি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দান করার ঘোষণা দিয়েছেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে ১২টির বেশি গ্রামে ৬০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পশ্চিম আফগানিস্তানের সবচেয়ে বড় শহর হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবারের ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের পরপরই অন্তত আটবার পুনরায় কেঁপে ওঠে ওই এলাকা। এগুলোর মাত্রা ছিল ৪.৩ থেকে ৬.৩-এর মধ্যে ছিল।

দেশের এমন পরিস্থিতিতে ভালো নেই বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থানরত দেশটির ক্রিকেটারররা। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে রশিদ খান লিখেন, “ভূমিকম্পের মর্মান্তিক পরিণতিতে আমি অত্যন্ত মর্মাহত। ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য আমি আমার সমস্ত #CWC23 ম্যাচ ফি দান করছি “

তিনি আরও লিখেন, “শিগগিরই যেন সাহায্যকারীরা দ্রুত সহায়তা করতে পারেন এ জন্য একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু করবো।”


শেয়ার করুন :