বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য ঋতুপর্ণা চাকমার ক্যানসারে আক্রান্ত মা ভূজোপতি চাকমার সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বুধবার (৯ জুলাই) বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বে দলটি রাঙ্গামাটির কাউখালী উপজেলার মঘাছড়িতে ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের সাথে সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎ শেষে রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ঋতুপর্ণার মায়ের অসুস্থতার খবর পেয়ে বিএনপির নেতৃবৃন্দকে ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়ানের জন্য নির্দেশনা প্রদান করেছেন। তার নির্দেশনা পেয়েই বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঋতুর অসুস্থ মায়ের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি।
বুধবার দুপুরে রাঙ্গামাটির কাউখালী উপজেলার মঘাছড়িতে ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণা চাকমার অসুস্থ মা ভুজুপুতি চাকমার সাথে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ঋতুপর্ণা আমাদের দেশের সম্পদ, বিএনপি সবসময়ই তার পরিবারের পাশে থাকবে। বিএনপি জনগণের দল, জনগণের সুখে-দুখে বিএনপি সবসময় পাশে ছিল এবং থাকবে।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ ঋতুপর্ণার মাকে নগদ দুই লাখ টাকা আর্থিক সহয়তা প্রদান করেন। তিনি ঋতুপর্ণার পরিবারের পাশে থাকার জন্য জেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন।
অসুস্থ মায়ের জন্য বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদানসহ ঋতুর পরিবারের খবর নেওয়ার জন্য ঋতুর বোন পাম্পী চাকমা এবং ভূজুপতি চাকমা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার হেলাল, ‘আমরা বিএনপির পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব মো. মিথুন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।