‘বন্ধু’কে ডেকে নিয়ে ‘মারধর’, তাসকিনের বিরুদ্ধে জিডি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৮ জুলাই ২০২৫
‘বন্ধু’কে ডেকে নিয়ে ‘মারধর’, তাসকিনের বিরুদ্ধে জিডি

‘বন্ধু’কে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মিরপুর মডেল থানায় রোববার (২৭ জুলাই) দিনগত রাতে অভিযোগটি দায়ের করা হয়।

মিরপুর মডেল থানা সূত্র স্পোর্টসমেইল২৪.কম-কে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। তবে ঘটনার বিষয়ে তাসকিনের মোবাইল নং বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানা গেছে, মিরপুর এক নম্বরে ফোন করে ‘বন্ধু’ সিফাতুর রহমান সৌরভকে ডেকে নেন তাসকিন আহমেদ। পরে তাকে কিল-ঘুষি মারা হয় এবং হুমকি দেন তাসকিন।

জিডিতে উল্লেখ করা হয়, ফোন করে ডেকে নিয়ে প্রাডো গাড়ির ভিতরে সিফাতুর রহমান সৌরভ মারধর করা হয়।

জিডিতে তাসকিনের মোবাইল নম্বর (০১৭৫৫....) থেকেই কল করে ডেকে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :