কোহলিদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে প্রীতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯
কোহলিদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে প্রীতি

ফাইল ছবি

৭১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ভারত। এই জয়ের পর আনন্দে বন্যায় ভাসছে ভারতীয়রা। কোহলিদের এই জয়ে সব শ্রেণি পেশার মানুষেরাই সামাজিক যোগযোগ মাধ্যমে শুভচ্ছো জানাচ্ছেন।

তবে কোহলিরদের শুভেচ্ছা জানিয়ে বোদহয় একটু বিপাকেই পড়েছের ভারতী অভিনেত্রী প্রীতি জিনতা। তিনি আইপিএল দল কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিকও।

ভারতীয় ক্রিকেট দলকে শুভাচ্ছে জানাতে টুইটারে একটি টুইট করেন প্রীতি জিনতা। তাঁর টুইটে লেখেন, ‘‘এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট ম্যাচ জেতায় ব্লু বয়দের শুভেচ্ছা।''

এতেই শুরু হয় নানা সমালোচনা। কারণ ভারত টেস্ট ম্যাচ তো অনেক আগেই অস্ট্রেলিয়ার মাঠিতে জিতেছে। এ আর নতুন কি? মূলত ভারত অস্ট্রেলিয়ার মাটিতে সিজির জিতে।

তা হয়তো প্রীতি বুঝতে পারেন নি। তাই ভুল করে ‘টেস্ট সিরিজের’ পরির্বতে ‘টেস্ট ম্যাচ’ শব্দ ব্যবহার করেন। এর ফলে ভক্তরা সামাজিক যোগযোগ মাধ্যমে বিভিন্ন ট্রল বানাচ্ছেন। কেউ আবার সমালোচনা করেও টুইট দিচ্ছেন।

শেষ টেস্টের শেষ দিন সোমবার ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট বৃষ্টির কারণে একটি বলও করা যায়নি। আম্পায়াররা দুই অধিনায়কের সঙ্গে কথা বলেই টেস্টটি ড্র ঘোষণা করেছেন। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত।

গত ৭১ বছরে ১১ বারের চেষ্টায় অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। এর আগে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছেন বিরাট কোহলি। ১৯৪৭-৪৮ থেকে অস্ট্রেলিয়া সফরে যেতে শুরু করে ভারত। কিন্তু কখনও টেস্ট সিরিজ জেতা হয়নি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাস গড়লো কোহলির ভারত

ইতিহাস গড়লো কোহলির ভারত

৭১ বছরের অপ্রাপ্তি জয়ের পর যা বললেন বিরাট

৭১ বছরের অপ্রাপ্তি জয়ের পর যা বললেন বিরাট

সিরিজ জিতে পূজারাকেও নাচতে বাধ্য করলেন কোহলিরা

সিরিজ জিতে পূজারাকেও নাচতে বাধ্য করলেন কোহলিরা

ওয়ানডে থেকে বুমরাকে ছেঁটে ফেললো ভারত

ওয়ানডে থেকে বুমরাকে ছেঁটে ফেললো ভারত