ফিলিপাইনে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশ আরচ্যারি দলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ পিএম, ৩০ আগস্ট ২০১৯
ফিলিপাইনে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশ আরচ্যারি দলের

কোন নির্দিষ্ট লক্ষ্য কিংবা চাপ নয়, ভালো খেলার লক্ষ্য নিয়ে ‘এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-৩’ খেলতে ফিলিপাইন যাচ্ছে বাংলাদেশ আরচ্যারি দল। ফিলিপাইনের ক্লার্ক সিটিতে ৯-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে চার সদস্যের বাংলাদেশ দল।

কোচ ও ম্যানেজারসহ ৭ সদস্যের দলটি ৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে। আসন্ন টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ অলিম্পিক ভবনের ডাচ বাংলা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাকিব উদ্দিন আহমেদ চপল।

ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকীকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শফিউলআজম, ফেডারেশনের সহ-সভাপতি আনিসুররহমান দীপু ও জাতীয় দলেরজার্মান কোচমার্টিন ফ্রেডরিক।

বাংলাদেশ দল রিকার্ভ ডিভিশনে পুরুষ ও মহিলা একক, পুরুষ দলীয় ও মিশ্র দ্বৈত ইভেন্টে অংশ নেবে। এবারের আসরে দলের লক্ষ্য সম্পর্কে কোচ জানান, আরচ্যারদের ওপর তার আস্থা আছে ভালো ফল আসবে। বছর জুড়ে অনুশীলনের মধ্যেই আছে তারা।

রাজীব উদ্দিন চপল জানান, খেলোয়াড়দের কোন টার্গেট সেট করা হয়নি। তারা তাদের মত খেলতে পারলে পদক আসবেই। বাজেট সীমিত হওয়ায় শুধুমাত্র রিকার্ভ ডিভিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। যদিও প্রতিযোগিতায় কম্পাউন্ড ডিভিশনও আছে।

টুর্নামেন্ট শেষে ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল
আনিসুর রহমাস দীপু (ম্যানেজার), মার্টিন ফ্রেডরিক (কোচ), রিকার্ভ আরচ্যার- রোমান সানা, তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও বিউটি রায়।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

সাত উইকেট নিয়ে প্রস্তুতি সারলো নাঈম

বাবা হচ্ছেন রুবেল হোসেন

বাবা হচ্ছেন রুবেল হোসেন

উন্মুক্ত ট্রায়ালে বাছাই হলো ৩৫ হকি খেলোয়াড়

উন্মুক্ত ট্রায়ালে বাছাই হলো ৩৫ হকি খেলোয়াড়