স্বর্ণ জয়ী বাংলাদেশি কারাতেকার প্রিয়া হাসপাতালে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৯
স্বর্ণ জয়ী বাংলাদেশি কারাতেকার প্রিয়া হাসপাতালে

দলগত কারাতে ইভেন্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করা নারী কারাতেকার মারজান আক্তার প্রিয়া। তবে চিকিৎসা নেওয়ার পর তিনি শঙ্কামুক্ত।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের টিম ম্যানেজার কিয়াউস শিউ হিলা এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) এসএ গেমসে শ্রীলঙ্কান প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকালে কানে আঘাত পান প্রিয়া। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে করে স্থানীয় ব্লু ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রাজওয়াল মান শ্রেষ্ঠা গণমাধ্যমকে বলেন, ‘আমরা তাকে পরখ করে দেখেছি এবং ব্যাথা নাশক ওষুধ দিয়েছি। কারণ তিনি বলেছেন যে, ঘারের ওপরের ভাগে ব্যাথা অনুভব করছেন। আপাতত তিনি ভালো আছেন। তবে পুনরায় তাকে পরীক্ষা করার জন্য একজন নিউরো বিশেষজ্ঞকে ডেকে পাঠিয়েছি।’

কারাতে ফেডারেশনের ম্যানেজার বলেন, ‘হাসপাতালে পাঠানোর পর প্রিয়া এখন ভালো আছেন। তবে তার ইনজুরির কারণে আমরা আরেকটি স্বর্ণপদক থেকে বঞ্চিত হয়েছি।’

মুঞ্জেরা বর্না, মারজান আক্তার প্রিয়া, হুমায়রা আক্তার অন্তরা ও নাঈমা আক্তারকে নিয়ে গঠিত বাংলাদেশ মহিলা কারাতে দল কুমিতে সে সময় শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারালেও ইনজুরিতে পড়া প্রিয়ার অনুপস্থিতিতে তারা একই ব্যবধানে হেরে গেছে পাকিস্তানের কাছে।

এর আগে মঙ্গলবার কারাতে থেকে বাংলাদেশের লাভ করা তিনটি স্বর্ণপদকের একটি জয় করেছেন প্রিয়া।


শেয়ার করুন :


আরও পড়ুন

কারাতে কেরামতি, বাংলাদেশের চতুর্থ স্বর্ণ জয়

কারাতে কেরামতি, বাংলাদেশের চতুর্থ স্বর্ণ জয়

এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা

এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা

এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

এসএ গেমসে সোনা জিতলে ৬ লাখ, রুপায় ৩ লাখ টাকা পুরস্কার

এসএ গেমসে সোনা জিতলে ৬ লাখ, রুপায় ৩ লাখ টাকা পুরস্কার