নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানের অ্যাথলেট, পদক বাড়ছে বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৮ এএম, ২৯ মে ২০২০
নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানের অ্যাথলেট, পদক বাড়ছে বাংলাদেশের

পাকিস্তানি অ্যাথলেটদের মাদক গ্রহণের কারণে দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) দু’টি ব্র্রোঞ্জ বাড়তে যাচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে চার বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন পাকিস্তানের তিন অ্যাথলেট।

কাঠমান্ডুতে ২০১০ সালের ডিসেম্বরে হয়ে যাওয়া এসএ গেমসে ডোপ নিয়েছিলেন পাকিস্তানের তিন অ্যাথলেট মোহাম্মদ নাঈম, মেহবুব আলী এবং সামি উল্লাহ। ঐ গেমসে ১১০ মিটার হার্ডলসে সোনা জিতেন নাঈম, ৪০০ মিটারে সোনা জিতেন মেহবুব এবং ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেন সামি।

এছাড়াও ৪ গুনিতক ১০০ মিটার এবং ৪ গুনিতক ৪০০ মিটার রিলেতে অংশ নিয়ে দু’টিতে ব্রোঞ্জ জিতেছিলেন তারা। কিন্তু গেমস শেষ হওয়ার আগে ডোপ টেস্টে ধরা পড়েন নাঈম-মেহবুব ও সামি। তদন্ত শেষে পাঁচ মাস পর ঐ তিন অ্যাথলেটের ডোপ টেস্টের প্রতিবেদন পেয়েছে পাকিস্তান অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন।

প্রতিবেদনে তাদের ডোপ টেস্টে ইতিবাচক ফল এসেছে। যার কারণে চার বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন তারা। এমনকি তাদের পদকও কেড়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে কপাল খুলতে পারে বাংলাদেশের। কারণ দু’টি রিলে দৌড়ে চতুর্থ হওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পদকগুলো পাবে।

বাংলাদেশের হয়ে ৪ গুনিতক ১০০ মিটারে হাসান আলী, মোহাম্মদ ইসমাইল, আবদুর রউফ ও সাইফুল ইসলাম অংশ নেন। আর ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে দৌড়ান জহির রায়হান, আবু তালেব, মাসুদ রানা ও সাইফুল ইসলাম।

ব্রোঞ্জ পদক দু’টি যাতে বাংলাদেশে আসতে পারে সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। গত এস গেমসে ১৯টি সোনা, ৩২টি রৌপ্য ও ৮৭টি ব্রোঞ্জ জিতে বাংলাদেশের অ্যাথলেটরা। এসএ গেমসের ইতিহাসে এবারই প্রথম এত বেশি সোনা জিতে বাংলাদেশ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এসএ গেমসে বাংলাদেশের প্রত্যাশার চেয়েও বেশি সফলতা

এসএ গেমসে বাংলাদেশের প্রত্যাশার চেয়েও বেশি সফলতা

সোনায় মোড়ানো বাংলাদেশের আরচ্যারি, ১০টিতেই স্বর্ণ

সোনায় মোড়ানো বাংলাদেশের আরচ্যারি, ১০টিতেই স্বর্ণ

শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বর্ণ জিতলো বাংলাদেশের মেয়েরা

শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বর্ণ জিতলো বাংলাদেশের মেয়েরা

কারাতে কেরামতি, বাংলাদেশের চতুর্থ স্বর্ণ জয়

কারাতে কেরামতি, বাংলাদেশের চতুর্থ স্বর্ণ জয়