দেশে ফিরে দৃষ্টান্ত স্থাপন করলেন দেবাশীষসহ দুই টাইগার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ এএম, ২০ মার্চ ২০২০
দেশে ফিরে দৃষ্টান্ত স্থাপন করলেন দেবাশীষসহ দুই টাইগার

করোনাভাইরাসের আতঙ্কের মাঝে দারুণ এক দৃষ্টান্তই স্থাপন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সরকারের নির্দেশ মেনে নিজে থেকেই কোয়ারেন্টাইনে থাকছেন তিনি। শুধু তাই নয়, বিদেশ থেকে ফেরা দুই তরুণ ক্রিকেটার সাদমান ইসলাম অনিক ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকেও তিনি সঙ্গে নিয়েছেন।

কবজির চোটের কারণে বাঁহাতি ওপেনার সাদমান ও কাঁধের ইনজুরি সারাতে অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয়কে চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া পাঠিয়েছিল বিসিবি। তাদের দু’জনের সঙ্গে দেবাশীষ চৌধুরীও গিয়েছিলেন। সেখানে সফল সার্জারি শেষে তারা ১৮ মার্চ দেশে ফিরেছেন।

দেশে ফিরেই অবাধে ঘোরাফেরা না করে তিনজনই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিজেই এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার তাগিদও দিয়েছেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেবাশীষ বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। আমার সঙ্গে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছে অনিক (সাদমান ইসলাম) ও মৃত্যুঞ্জয় (চৌধুরী নিপুন)। আমরা তিনজনই হোম কোয়ারেন্টাইনে আছি।’

তিনি বলের, ‘সরকারের নির্দেশ এটি, আমাদের মানতেই হবে। আমরা যদি না মানি অন্যদের জন্য এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা বিদেশ থেকে যারা আসবে সবারই উচিত। নিজে যেন ভুল করে অন্যের জন্য বিপদ না হয় এটাই ভাবতে হবে। করোনা নিয়ে কোন ঝুঁকি নেওয়া যাবে না।’

সার্জারির পর সাদমান ও মৃত্যুঞ্জয়ের কী অবস্থা- এমন এক প্রশ্নে দেবাশীষ জানান, ‘ওরা দু’জন ভালো আছে। মাঠে ফেরার বিষয়টা এখন বলা কঠিন। তবে তিন মাস লাগবেই। বেশিও লাগতে পারে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দেশে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা দিল বিসিবি

ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা দিল বিসিবি

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন বাঙ্গার

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন বাঙ্গার

আর্থিক ক্ষতি ভুলে সংহতির ডাক দিলেন অ্যারন ফিঞ্চ

আর্থিক ক্ষতি ভুলে সংহতির ডাক দিলেন অ্যারন ফিঞ্চ