করোনাভাইরাসে মারা গেছেন পেপ গার্দিওলার মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৬ এপ্রিল ২০২০
করোনাভাইরাসে মারা গেছেন পেপ গার্দিওলার মা

ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলার মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তারা জানায়, করোনাভাইরাসের আক্রান্ত হয়ে বার্সেলোনার মান্রেসায় পেপের মা ডোলার্স সালা ৮২ বছর বয়সে মারা গিয়েছেন যে খবরটি সিটি পরিবারকে মর্মাহত করেছে। ক্লাবের সাথে যুক্ত প্রত্যেকেই তার পরিবার ও সমস্ত বন্ধুবান্ধবের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

শুধু ম্যানচেস্টার সিটিই নয় পেপের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করে করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল।

ম্যানচেস্টার ইউনাইটেড এক টুইট বার্তায় লিখেন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকেই এমন খবরে হতবিহ্বল হয়েছেন। আমরা পেপ ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

এছাড়া আর্সেনাল টুইট করে বলেছেন, এমন হৃদয় বিদারক সংবাদ শুনে আমরা গভীরভাবে শোকাহত। এমন কঠিন সময়ে আমরা তার পরিবারের প্রতি ভালোবাসা প্রেরণ করছি। নিশ্চয় শক্তিশালি থাকবেন তিনি।

এর আগে গত মাসে করোনার বিরুদ্ধে লড়তে বার্সেলোনার অ্যাঞ্জেল সোলার ফাউন্ডেশন ও মেডিকেল কলেজকে ১ মিলিয়ব ইউরো দান করেন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত স্পেনে প্রায় ১৩ হাজার মানুষ মারা গেছে।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানসিটির শাস্তি না কমাতে শীর্ষ আট ক্লাবের আপিল

ম্যানসিটির শাস্তি না কমাতে শীর্ষ আট ক্লাবের আপিল

আগে খেলোয়াড় হিসেবে, এখন কোচ হিসেবে শ্রদ্ধা করি : জিদান

আগে খেলোয়াড় হিসেবে, এখন কোচ হিসেবে শ্রদ্ধা করি : জিদান

ম্যানচেস্টার সিটিতেই থাকছেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটিতেই থাকছেন গার্দিওলা

কোচ হিসেবে নিজের উন্নতির তথ্য জানালেন গার্দিওলা

কোচ হিসেবে নিজের উন্নতির তথ্য জানালেন গার্দিওলা