অসহায়-দুস্থদের জন্য তামিমের বড় অঙ্কের অনুদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ পিএম, ১১ এপ্রিল ২০২০
অসহায়-দুস্থদের জন্য তামিমের বড় অঙ্কের অনুদান

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে বেশ সঙ্কটে পড়ে আছে খেটে খাওয়া মানুষ ও সুবিধাবঞ্চিতরা। অসহায়-দুস্থ মানুষের এই সঙ্কট কাটাতে এগিয়ে এসেছেন অনেকেই। এবার সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।

বেসরকারি ফুটস্টেপ সংগঠনের সাথে যুক্ত হয়ে দুস্থদের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল। সেই সংগঠনের গড়া তহবিলে বড় অঙ্কের অনুদান দিয়েছেন তামিম। টাকার পরিমাণ প্রকাশ না করলেও অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। তারা এক বার্তায় বলেন, ‘বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়ে আমাদের পুনর্বাসন প্রক্তিয়ায় যুক্ত হয়ে সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোয় আমরা বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে চাই। তামিম আমাদের উদ্যোগে শামিল হয়েছে, শামিল হতে পারেন আপনিও। আমরা যত বেশি সম্ভব সংগ্রামী পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই, এই দুর্যোগে তাদের লড়াই করতে সহায়তা করতে চাই।’

অলাভজনক সংগঠন হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করে ফুটস্টেপ। যাত্রা শুরু করেই ঢাকাবাসীর নিরাপদ ও বিশুদ্ধ পানির উদ্যোগ নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল সংগঠনটি। দেশের সুবিধাবঞ্চিতরা যখন করোনায় সঙ্কটে পড়েছে তখন আবার এগিয়ে এলো সংগঠনটি।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

৫০ শতাংশ বেতন ছেড়ে দিলেন নেইমার-এমবাপেরা

৫০ শতাংশ বেতন ছেড়ে দিলেন নেইমার-এমবাপেরা

টেন্ডুলকার-লারাদের পাশে জায়গা পাওয়া সম্মানের : আর্চার

টেন্ডুলকার-লারাদের পাশে জায়গা পাওয়া সম্মানের : আর্চার

সাকিব ফাউন্ডেশনে আরও বিশ লাখ টাকার তহবিল

সাকিব ফাউন্ডেশনে আরও বিশ লাখ টাকার তহবিল

ভোটের সময় ঘরে ঘরে স্লিপ গেলে ত্রাণ নয় কেন : রুবেল হোসেন

ভোটের সময় ঘরে ঘরে স্লিপ গেলে ত্রাণ নয় কেন : রুবেল হোসেন