ড্রাগ নেওয়ায় নির্বাসিত ভারতীয় নারী অ্যাথলেটর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৭ এপ্রিল ২০২০
ড্রাগ নেওয়ায় নির্বাসিত ভারতীয় নারী অ্যাথলেটর

নিষিদ্ধ ড্রাগ নেওয়ার কারণে ভারতীয় অ্যাথলেট ঝুমা খাতুনকে চার বছরের জন্য নির্বাসিত করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে ২০১৮ সালের ২৯ জুন থেকে ২১ নভেম্বর পর্যন্ত তার সকল অর্জন বাতিল করা হয়েছে।

দুই বছর আগেই নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগ ওঠে ঝুমা খাতুনের বিরুদ্ধে। ২০১৮ সালে গুয়াহাটিতে জাতীয় আন্তরাজ্য চ্যাম্পিয়নশিপের সময় ঝুমার নমুনা নেওয়া হয়। তবে ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষায় ফল নেগেটিভ আসে।

এরপর ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ঝুমার নমুনা কানাডার মন্ট্রিয়ালের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলে পজিটিভ আসে। অ্যান্টি ডোপিংয়ের নিয়ম ভাঙায় চলতি মাসের শুরুতে চার বছরের জন্য ঝুমা খাতুনকে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

অভিযোগের বিরুদ্ধে নিজের পক্ষে শুনানির জন্য ১৩ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে অভিযোগের বিরুদ্ধে ঝুমা খাতুন আবেদন না করে ভুল স্বীকার করে চার বছরের নির্বাসন মেনে নিয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

মুশফিক-সাকিবের পথে হাঁটছেন তারাও

চাহালকে ব্লক দেওয়ার হুমকি গেইলের

চাহালকে ব্লক দেওয়ার হুমকি গেইলের

ক্রিকেটে পিচের আকার পরিবর্তন চান রমিজ রাজা

ক্রিকেটে পিচের আকার পরিবর্তন চান রমিজ রাজা

বৈধতা পেতে পারে বল টেম্পারিং

বৈধতা পেতে পারে বল টেম্পারিং