মাশরাফির হাতেই থাকছে প্রিয় ব্রেসলেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৮ মে ২০২০
মাশরাফির হাতেই থাকছে প্রিয় ব্রেসলেট

ক্রিকেট মাঠের ভেতরে বা বাইরে, মাশরাফি বিন মুর্তজার দেড় যুগের সঙ্গী তার হাতের ব্রেসলেট নিলামের মাধ্যমে ৪২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। তবে মাশরাফির প্রিয় এ ব্রেসলেটটি তার হাতছাড়া হচ্ছে না। নিলামের কেনা সংগঠন বিএলএফসিএর পক্ষ থেকে তাকে এটা গিফট করা হচ্ছে।

প্রাণঘাতি করোনাভাইরাসের দুঃসময়ে অসহায় মানুষের সহায়তার জন্য ১৮ বছর ধরে ব্যবহার করা প্রিয় ব্রেসলেটটি নিলামে তুলেছিলেন মাশরাফি। ভিত্তিমূল্য ৫ লাখ ধরা হলেও নিলামে সেটি বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়।

চোখধাঁধানো এ অঙ্কে ব্রেসলেটটি কিনেছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ। তবে মাশরাফির বিশালত্বের কাছে বড় অঙ্ককে বড় করে দেখছেন না বিএলএফসিএর চেয়ারম্যান ও আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মুমিনুল ইসলাম। দেশের প্রতি মাশরাফির অবদানের এটি সামান্য প্রতিদান বলে উল্লেখ করেছেন।

নিলাম অনুষ্ঠানের ফেসবুক লাইভে যুক্ত হয়ে তিনি বলেন, আপনি (মাশরাফি) এ দেশকে যে সম্মান এনে দিয়েছেন, সেই সম্মানের প্রতিদান আসলে কোনোভাবেই হয় না। কিন্তু এটুকু করে আমরা চেষ্টা করেছি, আপনাকে কিছুটা হলেও সম্মান জানাতে। এর চেয়ে ভালো কিছু হয় না।

মুমিনুল ইসলাম বলেন, ‘মাশরাফির এই স্মারকটি আসলে অমূল্য, কোনো মূল্য হয় না। তারপরও আমরা খুশি যে এ টাকায় ব্রেসলেটটি নিতে পেরেছি।’

মুমিনুল ইসলাম যখন এসব কথা বলছিলেন, মাশরাফি তখন হাত থেকে ব্রেসলেট খুলে তুলে ধরে হাসি মুখে বলেন, ‘এই যে, খুলে ফেলেছি। এটা আপনাদের, এখন আমার হাত খালি।’

তবে মুমিনুল ইসলাম তখন আরও একটি বড় চমক উপহার দেন। যা মাশরাফিও কল্পনা করেননি। ব্রেসলেটটি নিয়ে কী করবেন, কোথায় সাজিয়ে রাখা হবে..? এমন প্রশ্নের জবারে মুমিনুল ইসলাম বলেন, ‘এই ব্রেসলেট ১৮ বছর ধরে আপনার (মাশরাফি) সঙ্গে আছে, এটি আপনার হাতেই মানায়। আমরা এই ব্রেসলেট আপনাকেই উপহার দিতে চাই।’

এ কথা শুনে মাশরাফি নিজের মুখ দুই হাতে ঢেকে ফেলেন। প্রাণখোলা হাসিতে ফুটে ওঠে তার প্রিয় ব্রেসলেটটির তার ভালোবাসার প্রকাশ। মুমিনুল ইসলাম জানান, সামনেই একটি আয়োজন করে ব্রেসলেটটি আবার মাশরাফির হাতে পরিয়ে দেওয়া হবে। তবে ওই অনুষ্ঠানের আগ পর্যন্ত যেন মাশরাফির হাতেই ব্রেসলেটটি থাকে। তার অনুরোধে মাশরাফি আবারও ব্রেসলেটটি হাতে পরে নেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

আলাদিনের চেরাগ পেলে যা করতেন মাশরাফি

আলাদিনের চেরাগ পেলে যা করতেন মাশরাফি

রুবেল হোসেনের পক্ষ থেকে ‘ঈদ উপহার’

রুবেল হোসেনের পক্ষ থেকে ‘ঈদ উপহার’

ভারতে খুলে দেওয়া হচ্ছে স্টেডিয়ামসহ স্পোর্টস কমপ্লেক্স

ভারতে খুলে দেওয়া হচ্ছে স্টেডিয়ামসহ স্পোর্টস কমপ্লেক্স