আইপিএলে ‘কালু’ বলে ডাকতো স্যামিকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ এএম, ০৮ জুন ২০২০
আইপিএলে ‘কালু’ বলে ডাকতো স্যামিকে

ফাইল ছবি

সাবেক বাস্কেটবল তারকা জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় সোচ্চার বিশ্ব ক্রীড়াঙ্গন। ভারতে আইপিএল খেলতে এমনই বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তিনিও। জানালেন দু’বারের বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি সেই ঘটনার কথা জানিয়েছেন স্যামি। স্যামি জানান, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় তিনি ও শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে ভেসে এসেছিল বর্ণবিদ্বেষী মন্তব্য। তাদের দু’জনকে ‘কালু’ বলে ডাকা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

স্যামি তার ইনস্টা স্টোরিতে লেখেন, ‘আমি এখন বুঝলাম কালু শব্দের অর্থ কী? সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার সময়ে ওরা আমাকে আর পেরেরাকে ওই নামেই ডেকেছিল। আমি ভেবেছিলাম এর অর্থ শক্তিশালী ঘোড়া। কিন্তু আমার আগের পোস্টের পর আমার ভুল ভেঙে গিয়েছে এবং ঘটনায় আমি ক্ষুব্ধ।’

মার্কিন মুলুকে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে সতীর্থ ক্রিস গেইলের সঙ্গে প্রতিবাদে স্যামি সোচ্চার হয়েছিলেন আগেই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটবোর্ড, আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের কাছে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন জানায়।

সেই আবেদনে সাড়া দিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা শুক্রবার তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওটি ২০১৯ বিশ্বকাপ ফাইনালের সুপার ওভারের একদম অন্তিম মুহূর্তের। ত্রিনিদাদজাত কৃষ্ণাঙ্গ পেসার জোফরা আর্চারের দুরন্ত স্পেলে প্রথমবার সাদা চামড়ার ব্রিটিশদের বিশ্বজয়ের স্বাদ পাওয়ার মুহূর্ত। সেই ভিডিও পোস্ট করে আইসিসি লেখে, ‘বৈচিত্র্য ছাড়া ক্রিকেট অর্থহীন। বৈচিত্র্য ছাড়া তুমি কখনোই পুরো দৃশ্য দেখতে পারবে না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণবাদের বিপক্ষে লড়তে জর্ডানের ১০ কোটি ডলার অনুদান

বর্ণবাদের বিপক্ষে লড়তে জর্ডানের ১০ কোটি ডলার অনুদান

স্ত্রীর ভুলে চুক্তি হারালেন ফুটবলার

স্ত্রীর ভুলে চুক্তি হারালেন ফুটবলার

ইমরানের পর রাজনীতিতে আসছেন জুনায়েদ

ইমরানের পর রাজনীতিতে আসছেন জুনায়েদ

করোনাযুদ্ধে জয়ী পাকিস্তানের সাবেক ওপেনার

করোনাযুদ্ধে জয়ী পাকিস্তানের সাবেক ওপেনার