মাদ্রিদ ওপেনে খেলবেন নাদাল, ইউএস ওপেন নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ পিএম, ০৯ জুলাই ২০২০
মাদ্রিদ ওপেনে খেলবেন নাদাল, ইউএস ওপেন নিয়ে শঙ্কা

করোনাভাইরাসের কারণে এখনও ঝুলে আছে অনেক ক্রীড়া ইভেন্ট। ঝুলে আছে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ইউএস ওপেনের ভাগ্য। ইউএস ওপেনে নিজের শিরোপা ধরে রাখা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের দুই নম্বর তারকা রাফায়েল নাদাল। তবে মাদ্রিদ ওপেনে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস ওপেন হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনায় ইউএস ওপেনের ভাগ্য নিয়ে এখনও শঙ্কা রয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে ক্লে কোর্টে শুরু হওয়ার কথা রয়েছে মাদ্রিদ ওপেন। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবেই মাদ্রিদ ওপেনকে সবসময় বিবেচনা করা হয়। ২০ সেপ্টেম্বর থেকে নতুন তারিখ অনুযায়ী ফ্রেঞ্চ ওপেন শুরু হবে।

মাদ্রিদ টুর্নামেন্ট পরিচালক ফেলিসিয়ানো লোপেজ টুইটারে লিখেছেন, ‘আমি আমার বন্ধু রাফায়েল নাদালের সাথে কথা বলেছি। সেপ্টেম্বরে মাদ্রিদে খেলার বিষয়টি সে আমাকে নিশ্চিত করেছে। সব সময়ের মতই একটি দারুন টুর্নামেন্টের অপেক্ষায় আছি আমরা।’

নাদাল তার উত্তরে লিখেছেন, ‘অবশ্যই ফেলি, সেপ্টেম্বরে মাদ্রিদে দেখা হবে। এখনও পর্যন্ত সব কিছুই ভালভাবে হচ্ছে।’

করোনভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হলো যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ইউএস ওপেন আয়োজন নিয়ে সকলেই শঙ্কা প্রকাশ করছে। বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ডোমিনিক থিয়েমসহ শীর্ষ প্রায় সব খেলোয়াড়ই এখন দ্রুত এই আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা নিয়ে খেলতে এসেছিল দিমিত্রভ, দাবি জোকোভিচের বাবার

করোনা নিয়ে খেলতে এসেছিল দিমিত্রভ, দাবি জোকোভিচের বাবার

হেরে কাঁদলেন জকোভিচ

হেরে কাঁদলেন জকোভিচ

টেনিস ফেরাচ্ছেন জকোভিচ, সাত মিনিটেই টিকিট শেষ

টেনিস ফেরাচ্ছেন জকোভিচ, সাত মিনিটেই টিকিট শেষ

২০২১ সাল পর্যন্ত মাঠের বাইরে ফেদারার

২০২১ সাল পর্যন্ত মাঠের বাইরে ফেদারার