রাজবাড়ী‌ ফুটবল টুর্নামেন্টে চ্যা‌ম্পিয়ন ধুলদী জয়পুর

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৩ নভেম্বর ২০২০
রাজবাড়ী‌ ফুটবল টুর্নামেন্টে চ্যা‌ম্পিয়ন ধুলদী জয়পুর

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফুটবল টুর্নামেন্টের আলাদীপুর ফুটবল একাদশকে ২-০ পরা‌জিত করে চ্যা‌ম্পিয়ন হয়েছে ধুলদী জয়পুর গোল্ডেন ক্লাব। শ‌নিবার (২১ নভেম্বর) গোয়ালন্দ মোড় বঙ্গবন্ধু স্মৃ‌তি সংসদের উদ্দ্যোগে গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে এ ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় সেরা খেলোয়ার সেরা নির্বা‌চিত হয়েছেন ধুলদী জয়পুর গোল্ডোন ক্লাবের সবুজ। খেলা শেষে রানার্সআপ ও চ্যা‌ম্পিয়ন দলের খেলোয়ার ও টিম ম্যানেজারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোয়ালন্দ মোড় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপ‌তি মো. শা‌হিন খান সভাপ‌তিত্বের দায়িত্ব পালন করেন।বি‌শেষ অ‌তি‌থি হিসেবে গোয়ালন্দ উপজেলা প‌রিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
sportsmail24
এছাড়া গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপ‌তি মো. ইউনুস মোল্লা, বসন্তপুর ইউ‌পি আওয়ামী লীগ সাবেক সভাপ‌তি আব্দুল মান্নান গাজী, রাজবাড়ী জেলা সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউ‌নিয়‌নের সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল খা‌লেক সরকার, শহীদ ওহাবপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনো প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

চল‌তি বছ‌রের ২১ সে‌প্টেম্বর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। যার ফাইনাল খেলা শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়। পুরো টুর্নামেন্টে বিপুল দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

রুবেলুর রহমান/রাজবাড়ী

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাবেক ফুটবলার বাবলার স্মরণে দোয়া মাহফিল

সাবেক ফুটবলার বাবলার স্মরণে দোয়া মাহফিল

শায়েস্তাগঞ্জে ১৬ দলের ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

শায়েস্তাগঞ্জে ১৬ দলের ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

করোনায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ৪৫ ক্রীড়াবিদ-সংগঠককে আর্থিক অনুদান

করোনায় ক্ষতিগ্রস্ত শেরপুরের ৪৫ ক্রীড়াবিদ-সংগঠককে আর্থিক অনুদান

সিরাজগঞ্জে ১২৩ জনের ম্যারাথন দৌড়

সিরাজগঞ্জে ১২৩ জনের ম্যারাথন দৌড়