প্রথম ম্যাচেই সেরা সোহাগ গাজী

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৩ ডিসেম্বর ২০২০
প্রথম ম্যাচেই সেরা সোহাগ গাজী

বরগুনার এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি ড্র-তে শেষ হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচটিতে মুখোমুখি হয় বরগুনা বয়েজ ও অল স্টার্স অব বরিশাল। সমতার এ ম্যাচে ব্যাট হাতে ৩৯ রানের পাশাপাশি চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করায় ম্যাচসেরা হয়েছেন বরগুনা বয়েজের হয়ে খেলা জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী।

বরগুনা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বরগুনা বয়েজ। জবাবে জয়ের কাছে গিয়েও পারেনি অল স্টার্স অব বরিশাল। ১৯.৪ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় তারা। ফলে ম্যাচটি ড্র হয়।
sportsmail24
এর আগে খেলার শুরুতে ১৩ রানে প্রথম উইকেট হারায় বরগুনা বয়েজ। এরপর একপ্রান্ত আগলে রেখে ওপেনার রাফি ২২ বলে ৩৪ রান করলে চাপ মুক্ত হয় বরগুনা বয়েজ। রাফি ও সোহাগ গাজী ছাড়াও ভালো খেলেন অলরাউন্ডার সাকিল। তিনি ব্যাটের পাশাপাশি বল হাতে চার ওভারে ৩৪ রানে তুলে নেন ২ উইকেট। অল স্টার্স অব বরিশালে মাহিন ৪ ওভারে ২২ রানে তুলে নেন ৩ উইকেট।

অপরদিকে অল স্টার্স অব বরিশালে মইন ২৭ এবং মার্শাল ১৯ রানের ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি। বরগুনা বয়েজের বোলারদের বোলিংয়ে জয়ের কাছে গিয়ে গুটিয়ে যায় তারা।

সংক্ষিপ্ত স্কোর
বরগুনা বয়েজ : ১৩১/৯; রাফি ৩৪, সোহাগ গাজী ৩৯, শাকিল ১৯; মইন ১৮-১, অন্তর ২৬-১ মাহিন ২২-৩, মানিক ৭-২।

অল স্টার্স অব বরিশাল : ১৩১/১০; অনিক ২৪, মইন ২৭, সাইফুল ১৯, মার্শাল ১৮; সোহাগ গাজী ১৯-৩, শাকিল ৩১-২, মইনুল ১৪-২, তাশরিক ৫-১।

ফলাফল : ম্যাচ ড্র
ম্যাচ সেরা : সোহাগ গাজী (বরগুনা বয়েজ)।

মো. সাইফুল ইসলাম মিরাজ/বরগুনা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বরগুনায় শুরু হচ্ছে ৮ দলের এমপি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বরগুনায় শুরু হচ্ছে ৮ দলের এমপি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট

শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাসিয়াল সবুজ সংঘ

শহীদ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খাসিয়াল সবুজ সংঘ

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মধুখালীর ঢুমাইন একাদশ

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মধুখালীর ঢুমাইন একাদশ

সাতক্ষীরায় হ্যান্ডবল প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় হ্যান্ডবল প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন