হবিগঞ্জের এনপিএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার ক্লাব

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:৪০ এএম, ২৩ জানুয়ারি ২০২১
হবিগঞ্জের এনপিএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার ক্লাব

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে নূরপুরে মরহুম হাজী সুরুজ আলীর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আব্দুল মতিন স্পোর্টিং ক্লাব ও টাইগার ক্লাবের মধ্যে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে টাইগার ক্লাব ব্যাট করে ১২ ওভারে ১২৬ সংগ্রহ করে। জবাবে সবকয়টি উইকেট হারিয়ে ৯৮ রানে থেমে যায় আব্দুল মতিন স্পোর্টিং ক্লাব। ফলে ২৯ রানে জয়লাভ করে টাইগার ক্লাব চ্যাম্পিয়ন হয়।

ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মুতাকাব্বির এবং টুর্নামেন্টে ভালো খেলে সিরিজ সেরা নির্বাচিত হন আব্দুল হামিদ সেবুল।
sportsmail24
টুর্নামেন্টে মোট ৭টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- টাইগার ক্লাব, আব্দুল মতিন স্পোর্টিং ক্লাব, ইয়াং স্টার ক্লাব, এলিভেন ব্রাদার্স, হাজী রেঞ্জার্স, মারহাবা স্পোর্টিং ক্লাব এবং ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি টেলিভিশন এবং রানাস আপ দলকে ২৪ ইঞ্চি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

মুক্তিযুদ্ধা কিতাব আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল। এছাড়া লাল মিয়া সরদার, ফজলুল করিম, আব্দুল কাদির আসাদ, এস এইচ টিটু, মো. তমিজ আলী, আরিফ হোসেন খোকন, রিপন আহমেদ, আব্দুল আজিজ ফরহাদ, মকসুদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিপুল সংখ্যক লোকজন মাঠের চারপাশে অবস্থান নিয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন। এছাড়া নূরপুর একাদশ ক্রীড়া চক্রের সাবেক খেলোয়াড় রাকিবুল হোসেন সান্টু, হাজী মিন্টু, মো. ইয়াছিন স্বপ্ন এবং মদলিশ খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

কামরুজ্জামান আল রিয়াদ/হবিগঞ্জ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হবিগঞ্জে ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হবিগঞ্জে ক্লেমন টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিসিবির চিফ আম্পায়ার্স কোচ মনিকে সাতক্ষীরায় সংবর্ধনা

বিসিবির চিফ আম্পায়ার্স কোচ মনিকে সাতক্ষীরায় সংবর্ধনা

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবলে চ্যাম্পিয়ন জহুরুল হক

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ফুটবলে চ্যাম্পিয়ন জহুরুল হক

এক রানের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন কিংস

এক রানের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন কিংস