জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে মেমোরিয়ালকে ৯৮ রানে হারালো জিকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮
জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে মেমোরিয়ালকে ৯৮ রানে হারালো জিকে

বিসিবির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুরে শুরু হয়েছে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮। সোমবার উদ্বোধনী খেলায় জি. কে পাইলট উচ্চ বিদ্যালয় ৯৮ রানে শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে।

শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকালে টস জিসে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৪৬ ওভারের খেলায় উইকেটকিপার ব্যাটসম্যান রায়হান ইসলামের ৪৯ এবং রেকর্ড অতিরিক্ত ৭৪ রানে ভর করে তিন বল বাকি থাকতে ১৭৪ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে নাহিদ ও রিপনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩১.১ ওভারে মাত্র ৭৬ রানে শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অলআউট হয়। শেরপুর মেমোরিয়ালের মোস্তালিম হোসেন (১০ রান) ছাড়া আর কেউ দুই অংকের রান করতে পারেনি।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এ সময় সদর ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক ভানু রঞ্জন দাস, ক্রীড়া সংগঠক মো. জিন্নত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

দুই সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে শেরপুরের ৯টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা দু’টি গ্রুপে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

সংক্ষিপ্ত স্কোর
জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় : ১৭৪/১০, ৪৫.৩ ওভার (রায়হান ৪৯, রিফাত ২২ অতি: ৭৪, নাইম ২/২৫, হৃদয় ২/২৭)।শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় : ৭৬/১০, ৩১.১ ওভার (মোস্তালিম হোসেন ১০, অতি: ২৩, নাহিদ ৩/১২, রিপন ৩/২০)।ফলাফল : জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ৯৮ রানে জয়ী।


শেয়ার করুন :


আরও পড়ুন

গ্রামীণ ঐতিহ্যের ইচিং বিচিং খেলা

গ্রামীণ ঐতিহ্যের ইচিং বিচিং খেলা

জাতীয় কুস্তিতে চ্যাম্পিয়ন বিজিবি-আনসার

জাতীয় কুস্তিতে চ্যাম্পিয়ন বিজিবি-আনসার

সিন্ধুর জয়, শেষ আটে ভারত

সিন্ধুর জয়, শেষ আটে ভারত

ফরিদগঞ্জে সাজিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদগঞ্জে সাজিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন