ফরিদগঞ্জে সাজিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

রিফাত কান্তি সেন রিফাত কান্তি সেন প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৮
ফরিদগঞ্জে সাজিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রামে শুরু হয়েছে সাজিদ স্মৃতি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮। টুর্নামেন্টটি উদ্বোধন করেন বীর মুক্তিযুদ্ধা, সমাজসেবক আলহাজ দেলোয়ার হোসেন পাটোওয়ারী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. সমরেন্দ্র মিত্র (প্রধান শিক্ষক- কড়ৈতলী উচ্চ বিদ্যালয়), অনুষ্ঠান সঞ্চালনা করেন রিফাত কান্তি সেন (ফিচার লেখক,কলামিস্ট), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার আলী হায়দার উজ্জল পাটোওয়ারী (ইউপি সদস্য ৮ নং দক্ষিণ পাইকপাড়া, ৩নং ওয়ার্ড)।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা আলহাজ দেলোয়ার হোসেন পাটোওয়ারী টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন। সভাপতির সমরেন্দ্র মিত্র টুর্নামেন্টের আনুসাঙ্গিক বিষয়গুলো খেলোয়ারদের মাঝে উপস্থাপন করেন।

এছাড়া বিশেষ অতিথীর ইউপি সদস্য উজ্জল পাটোওয়ারী বলেন, দেশের এখন যে রাজনৈতিক অস্থিরতা চলছে এতে যেন তার ওয়ার্ডবাসী কোন কারণে ভয় না পায়।

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে খেলা দেখতে আসবেন। খেলোয়ারদের উৎসাহ দেবেন। অন্যায় না করলে মনে ভয় থাকবে কেন?

এ সময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোওয়ারী। এছাড়া অনুষ্ঠানে টুর্নামেন্টের সহ-সম্পাদক শাহ-আলম দর্জি, টুর্নামেন্ট কমিটির সদস্য জাকির হোসেন, হাসান খাঁন, ডা. প্রদীপ কুমার সিংহ রায়, আলমগীর হোসেন, রাছেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সূর্য তরুণ ক্লাব বনাম ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব। এ খেলায় ২-০ ব্যাবধান সেটে জয় লাভ করে সূর্য তরুণ ক্লাব। অন্যদিকে দ্বিতীয় খেলায় টাইগার ভাই দল টু-স্টার দলকে ২-০ সেটে হারিয়ে জয়লাভ করে।

খেলা দুটি পরিচালনার দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন মিয়াজী, ফয়সাল হোসেন মিয়াজী, মেহেদী হাসান (টাইগার) ও আকাশ মিত্র।


শেয়ার করুন :


আরও পড়ুন

মলদ্বীপকে ৫-০ উড়িয়ে দিল ভারত

মলদ্বীপকে ৫-০ উড়িয়ে দিল ভারত

৮টি দেশ নিয়ে অ্যাথলেটিকস বিশ্বকাপ আয়োজন করবে লন্ডন

৮টি দেশ নিয়ে অ্যাথলেটিকস বিশ্বকাপ আয়োজন করবে লন্ডন

ইন্ডিয়ান ওপেন ফাইনালে সিন্ধু

ইন্ডিয়ান ওপেন ফাইনালে সিন্ধু

এশিয়ান গেমসের ১৪টি ডিসিপ্লিনে বাংলাদেশ

এশিয়ান গেমসের ১৪টি ডিসিপ্লিনে বাংলাদেশ