প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিতে মুখোমুখি রংপুর-কুমিল্লা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩
প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিতে মুখোমুখি রংপুর-কুমিল্লা

জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষ দু’য়ে থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলমান আসরে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত হবে। এমন সমীকরণ সামনে রেখে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটিতে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।

বিপিএলের লিগ পর্বে ১২ ম্যাচে ৯ জয় ও ৩ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ইতিমধ্যে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচ এবং সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রংপুর এবং কুমিল্লা।

সমান পয়েন্ট নিয়ে রান রেটের কারণে আগে-পিছে থাকায় কোয়ালিফাইয়ারের দ্বিতীয় দল হিসেবে টিকিট পাওয়ার দৌড়ে আছে রংপুর ও কুমিল্লা। দু’দলেরই ১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে ১৬ পয়েন্ট আছে। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতলে ১৮ পয়েন্ট হবে জয়ী দলের।

আজকের জয়ী দল টেবিলের শীর্ষ দুইয়ে থাকার সুবাদে প্রথম কোয়ালিফাইয়ারে সিলেটের প্রতিপক্ষ হবে রংপুর-কুমিল্লা ম্যাচের জয়ী দল। আর প্রথম কোয়ালিফাইয়ারের জয়ী দল সরসারি ফাইনালে খেলবে। তবে প্রথম কোয়ালিফাইয়ারে হারলেও ফাইনালে খেলার আশা টিকে থাকবে।

দলটি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জিতলে ফাইনাল নিশ্চিত হবে। আর হেরে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

এমন সমীকরণে প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকা ছাড়া বিকল্প পথ নেই। ফলে প্লে-অফ নিশ্চিত করলেও আজকের ম্যাচ রংপুর এবং কুমিল্লার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

কোচ হাথুুরুসিংহেকে নিয়ে রোমাঞ্চিত তাসকিন

কোচ হাথুুরুসিংহেকে নিয়ে রোমাঞ্চিত তাসকিন

খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত সিলেটের

খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত সিলেটের

মুকিদুলের রেকর্ড গড়া বোলিং

মুকিদুলের রেকর্ড গড়া বোলিং

ইংল্যান্ড সিরিজে ফিট তামিমকে পেতে খুলনার ‘ত্যাগ’

ইংল্যান্ড সিরিজে ফিট তামিমকে পেতে খুলনার ‘ত্যাগ’