সিলেটের প্রাইজমানির এক কোটি টাকাই পেলেন ক্রিকেটার-কোচিং স্টাফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
সিলেটের প্রাইজমানির এক কোটি টাকাই পেলেন ক্রিকেটার-কোচিং স্টাফ

বিপিএলে কয়েকটা দল ছাড়া প্রায় সব ফ্র্যাঞ্জাইজির বাজেট নির্দিষ্ট থাকে। সিলেট স্ট্রাইকার্স এবার নতুন মালিকানায় এসেছে। তাদের বাজেটও ছিল নির্দিষ্ট। দল গড়া থেকে শেষ পর্যন্ত কেমন অর্থে শেষ হবে সেটার একটা সীমাবদ্ধতা ছিল। তবে সাধারণ মানের দল গড়েও সিলেট এবার মাশরাফি মুর্তজা নেতৃত্ব চমক দেখিয়েছে।

প্রথমবারের মতো সিলেট উঠেছে বিপিএলের ফাইনালে। ট্রফি জিততে না পারলেও রানার্সআপ হওয়ায় এক কোটি টাকা প্রাইজমানি পেয়েছে সিলেট।

এই অর্থ দিয়ে তারা দেশী বিদেশী মিলে বেশ কয়েকজন ক্রিকেটারের পারিশ্রমিক মিটিয়ে দিতে পারতো। কিন্তু নিজেদের কাছে না রেখে সেই টাকাটা ক্রিকেটার ও কোচিং স্টাফদের মাঝে বিলিয়ে দিয়েছে ফ্র্যাঞ্জাইজিটি।

সিলেট দলের পক্ষ থেকে শুক্রবার বিকেলে জানানো হয়, বিপিএলের সিলেট পর্বের সময়ই দলের মধ্যে এই ঘোষণা দেন সিলেটের মালিকপক্ষ।

তখন জানানো হয়, দল চ্যাম্পিয়ন হোক আর রানার্সআপ হোক প্রাইমানির সব অর্থই ক্রিকেটার ও কোচিং স্ট্যাফের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

জাতীয় দলের ক্ষেত্রে সাধারণত প্রাপ্ত প্রাইজমানি এভাবেই ভাগ করে দেওয়া হয়। কিন্তু ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টুর্নামেন্টে সব সময় এমনটা হয় না। সিলেট দলটি গুছিয়েছিলেন অধিনায়ক মাশরাফি মুর্তজা।

এই দলে সব কোচিং স্টাফই দেশি। এছাড়া বিপিএলের সেরা পারফর্ম করা স্থানীয় ক্রিকেটাররাও সিলেটের। সিলেটের মালিকপক্ষর সবাই প্রায় প্রবাসী। শুরু থেকে সিলেট ফ্র্যাঞ্জাইজি থাকলেও এই প্রথম তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এই মালিকপক্ষের অধীনে এটাই সিলেটের প্রথম বিপিএল।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় দলে তৌহিদ হৃদয়, মাশরাফি বলছেন ‘একটু আর্লি’

জাতীয় দলে তৌহিদ হৃদয়, মাশরাফি বলছেন ‘একটু আর্লি’

চ্যাম্পিয়ন হওয়ার পর যা বললেন নাফিসা কামাল

চ্যাম্পিয়ন হওয়ার পর যা বললেন নাফিসা কামাল

রেকর্ড ১০০ নেতৃত্বের ম্যাচে হার মাশরাফির

রেকর্ড ১০০ নেতৃত্বের ম্যাচে হার মাশরাফির

সিলেটের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন কুমিল্লা

সিলেটের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন কুমিল্লা