টসের পর ওয়ার্নারের কাছে ম্যাচও হারলো মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯
টসের পর ওয়ার্নারের কাছে ম্যাচও হারলো মুশফিক

ছবি : বিসিবি

ব্যাটসম্যানদের পর বোলারদের দুর্দান্ত নৈপূণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের সপ্তম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ নিলো সিলেট সিক্সার্স। আজ (বুধবার) দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৫ রানে হারিয়েছে সিলেট।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা ভালো না হয়নি সিলেটের। ২ দশমিক ৪ ওভারে ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে সিলেট। তবে চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক ওয়ার্নার-আফিফ হোসেনের ব্যাটিং নৈপুন্যে ঘুড়ে দাঁড়ায় সিলেট। সেই সাথে বড় সংগ্রহের ভিত পায় তারা।

শুরুতে ব্যাট হাতে নেমে ২টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৫৯ রান করেন ওয়ার্নার। ৫টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে ৪৫ রান করেন আফিফ। দু’জন আউট হলেও ৩২ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলে সিলেটকে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ এনে দেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। নিজের ৩২ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা মারেন তিনি। চিটাগং ভাইকিংসের পেসার রবি ফ্রাইলিংক ২৬ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৬ রানে ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদকে হারায় চিটাগং ভাইকিংস। তাসকিন আহমেদের শিকার হওয়ার আগে ৬ রান করেন শেহজাদ। এরপর দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট ও মোহাম্মদ আশরাফুল দলের সংগ্রহ বাড়াতে থাকন। দু’জনের ব্যাটিং নৈপূণ্যে অর্ধশতকের কোটা পেরিয়ে যায় চিটাগং। জুটিতে ৫৭ রানের মাথায় রান আউট হয়ে থামেন ডেলপোর্ট। ২২ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৮ রান করেন তিনি।

ধীরলয়ে শুরু করে বেশি দূর যেতে পারেননি আশরাফুলও। ৩টি বাউন্ডারিতে ২৩ বলে ২২ রান করেন অ্যাশ। শেহজাদকে শিকার করার পর আশরাফুলকেও বিদায় দেন সিলেটের পেসার তাসকিন আহমেদ।

৬৯ রানের মধ্যে ডেলপোর্ট ও আশরাফুল ফিরে যাবার পর দলের দায়িত্ব বর্তায় মিডল-অর্ডার ব্যাটসম্যানদের উপর। কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন। মুশি ৫ ও মোসাদ্দেক ৭ রান করে ফিরেন। এতে ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় চিটাগং।
তাই শেষ ৭ ওভারে জয়ের জন্য চিটাগং-এর প্রয়োজন পড়ে ৭৫ রান। জয়ের সমীকরনটা ১৪ বলে ৩৮ রানে নামিয়ে নিয়ে আসেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ফ্রাইলিংক। তবে ১৮তম ওভারে শেষ দুই বলে চিটাগং ইনিংসে জোড়া আঘাত হানেন সিলেটের সফল বোলার তাসকিন। এতে চাপে পড়ে যায় চিটাগং।

তারপরও শেষদিকে হাল ছাড়েননি ফ্রাইলিংক। ব্যাট হাতে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করে চিটাগং’এর হার এড়াতে পারেননি ফ্রাইলিংক। দলকে ৭ উইকেটে ১৬৩ রানে নিয়ে যান তিনি। ফলে ৫ রানে ম্যাচ হারে চিটাগং। ১টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে অপরাজিত ৪৪ রান করেন ফ্রাইলিংক। সিলেটের তাসকিন ২৮ রানে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :


সিলেট সিক্সোর্স : ১৬৮/৫, ২০ ওভার (ওয়ার্নার ৫৯, পুরান ৫২*, ফ্রাইলিংক ৩/২৬)।
চিটাগং ভাইকিংস : ১৬৩/৭, ২০ ওভার (ফ্রাইলিংক ৪৪*, ডেলপোর্ট ৩৮, তাসকিন ৪/২৮)।
ফল : সিলেট সিক্সার্স ৫ রানে জয়ী।
ম্যাচ সেরা : নিকোলাস পুরান(সিলেট সিক্সার্স)।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্টেডিয়ামে ভারতীয় পাঁচ বিপিএল জুয়াড়ি আটক

স্টেডিয়ামে ভারতীয় পাঁচ বিপিএল জুয়াড়ি আটক

মাঠে ফিরলেন নাসির

মাঠে ফিরলেন নাসির

ঢাকার কাছে পাত্তাই পেলো না খুলনা

ঢাকার কাছে পাত্তাই পেলো না খুলনা

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারাল মাশরাফির রংপুর

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারাল মাশরাফির রংপুর