তলানিতে থাকা খুলনার সিলেটে ভাগ্য খুলবে কি?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯
তলানিতে থাকা খুলনার সিলেটে ভাগ্য খুলবে কি?

ঢাকা পর্ব শেষে মঙ্গলবার থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ষষ্ঠ আসর। সিলেট পর্বের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় লড়বে রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স। জয় দিয়ে সিলেট পর্ব শুরু করতে চায় রাজশাহী। তবে সিলেটের মাটিতে এবারের আসরের প্রথম জয় দেখতে চায় খুলনা। কারণ ঢাকায় ৪ ম্যাচ খেলে একটিও জয় পায়নি তারা।

ঢাকা ডায়নাইমাইটসের কাছে ৮৩ রান হার দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে রাজশাহী। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায়। খুলনা টাইটান্সকে ৭ উইকেটে হারিয়ে দেয় রাজশাহী। ওই জয়ের পরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেনি রাজশাহী। পরের ম্যাচে আবারও হারে তারা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হার মানে রাজশাহী। ৫ উইকেটের হার রাজশাহীকে ব্যাকফুটে ঠেলে দেয়। তবে ঢাকা পর্ব জয় দিয়ে শেষ করতে মরিয়া ছিল।তাই বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় রাজশাহী।

ঢাকা পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ৮ উইকেটে ১৩৫ রান করে রাজশাহী। জবাবে ১৩০ রানের বেশি রংপুরকে করতে দেয়নি তারা। ফলে ৫ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। তাই ৪ খেলায় ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে রাজশাহী।

ঢাকা পর্ব শেষে রাজশাহী যতটা না ভালো আছে ভালো থাকার ছিটেফটাও নেই খুলনার। চার ম্যাচের সবগুলোই হেরেছে তারা। রংপুর রাইডার্সের কাছে ৮ রানে, ঢাকা ডায়নামাইটসের কাছে ১০৫ রানে, রাজশাহী কিংসের কাছে ৭ উইকেটে এবং চিটাগং ভাইকিংসের কাছে সুপার ওভারে হারে খুলনা। তাই ঢাকার দুঃস্মৃতি ভুলে সিলেটের জয়ের হাসি হাসতে চায় খুলনা। ৪ খেলায় শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে খুলনা।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটে জয় দিয়ে শুরু করতে চায় কুমিল্লা ও সিলেট

সিলেটে জয় দিয়ে শুরু করতে চায় কুমিল্লা ও সিলেট

ঢাকার প্রথমপর্ব শেষে সিলেট যাচ্ছে বিপিএল

ঢাকার প্রথমপর্ব শেষে সিলেট যাচ্ছে বিপিএল

নাসিরকে ঢাকায় রেখেই সিলেটে গেল  সিক্সার্স

নাসিরকে ঢাকায় রেখেই সিলেটে গেল সিক্সার্স

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে

বিপিএল ২০১৯ : মোট ৪৬ ম্যাচের সংবাদ এক সাথে