আলোর ঝলকানি আর নৃত্যে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠছে রোববার (৮ ডিসেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপএলের এ বিশেষ আসরের উদ্বোধন ঘোষণা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন ঘোষণা ছাড়াও রয়েছে চোখ ধাধালো জমকালো সাংস্কৃতি অনষ্ঠান। যেখানে পারফর্মেন্স করবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তারা ছাড়াও জেমস, সনু নিগাম, মমজাত গান পরিবেশন করবেন।

এদিকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আগে শনিবার রাতে মিরপুর স্টেডিয়ামে তৈরি মঞ্চে হয়ে গেল আলোর ঝলকানি ও মহড়া। একই সঙ্গে বেশ কিছু আতশবাজিও ফোটানো হয়।
sportsmail24
শনিবার রাত পৌনে ৮টা থেকে শুরু হয় মহড়া অনুষ্ঠান। আয়োজকরা এর আগে বার বার পরীক্ষা করে নেন তাদের মঞ্চ ও লাইটিং ব্যবস্থা। মহড়া অনুষ্ঠানে সাধারণত সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে যারা সহশিল্পী হিসেবে পারফর্মেন্স করবেন তারা নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছেন।

বেশ কয়েকটি মিউজিকের সঙ্গে নাচ পরিবেশন করে প্রস্তুতি সারেন তারা। সাউন্ড বক্সে উচ্চস্বরে বাজতে থাকা ‘দুমবা চলে দুমবা চলে দুম’ গান এবং মিউজিকের তালে তালে প্রস্তুতি মেরে নেন। প্রস্তুতি নেয়া সহশিল্পীদের মধ্যে প্রায় সকলেই ভারত থেকে আসা শিল্পী ছিলেন। এছাড়া তাদের মধ্যে অন্য দেশের শিল্পীও রয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
sportsmail24
এদিকে মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বলা হয়, টিকিট কাটা দর্শকদের জন্য দুপুরে আড়াইটার দিকে স্টেডিয়ামের গেইট খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিকেল ৫টায় জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামের প্রবেশের আগেই সকল দর্শককে মাঠে প্রবেশ করতে হবে। অন্যথায় নিরাপত্তার জন্য সমস্যায় পড়তে হবে। এছাড়া বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের পারফর্মেন্স শুরু হবে রাত সাড়ে ৯টার পর। রাত সাড়ে ১০টার দিকে শুরু হবে তাদের যৌথ পারফর্মেন্স।
sportsmail24
রোববার বঙ্গবন্ধু পিবিএলের উদ্বোধনী অনুষ্ঠান হলেও বিপিএলের খেলা মাঠে গড়াবে ১১ ডিসেম্বর (বুধবার)। মিরপুরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার। দুপুর সাড়ে ১২টায় শুরু প্রথম ম্যাচ। এছাড়া সন্ধ্যা ৫টা ২০ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

তিন ভেন্যুতে বঙ্গবন্ধু বিপিএল, উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-সিলেট

তিন ভেন্যুতে বঙ্গবন্ধু বিপিএল, উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-সিলেট

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

ঢাকায় এসেই অনুশীলনে ব্যস্ত নিক্সন

ঢাকায় এসেই অনুশীলনে ব্যস্ত নিক্সন