সিলেট থান্ডারের বোলিং কোচ হেওয়ার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ এএম, ০৯ ডিসেম্বর ২০১৯
সিলেট থান্ডারের বোলিং কোচ হেওয়ার্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট থান্ডারের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ননটি হেওয়ার্ড। এই প্রথমবারের মত টি-২০ ফরম্যাটের কোন দলের কোচ হিসেবে কাজ করবেন তিনি।

সিলেট থান্ডারের প্রধানের কোচের দায়িত্বে আছেন দক্ষিণ আফ্রিকারই সাবেক ওপেনার হার্সেল গিবস। এছাড়া এ দলের সাথে টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছেন সরোয়ার ইমরান।

১৯৯৮ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ৪২ বছর বয়সী হেওয়ার্ড। পরের বছরই টেস্ট আঙ্গিনায় পথচলা শুরু হয় তার। তবে ইনজুরির কারণে দেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।

শেষ পর্যন্ত ১৬ টেস্টে ৫৪টি ও ২১টি ওয়ানডেতে ২১টি উইকেট নেন হেওয়ার্ড।

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডার দলে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন নাঈম হাসানরা। এছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন নবীন উল হক, জনসন চার্লস ও জীবন মেন্ডিসরা।

সিলেট থান্ডার দল
দেশি খেলোয়াড় : মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া।

বিদেশি খেলোয়াড় : শফিকুল্লাহ শাফাক, নবীন উল হক, রাদারফোর্ড, জনসন চার্লস, জীবন মেন্ডিস।


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএল প্লেয়ার্স ড্রাফট : কে পেল কোন দল

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

তিন ভেন্যুতে বঙ্গবন্ধু বিপিএল, উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-সিলেট

তিন ভেন্যুতে বঙ্গবন্ধু বিপিএল, উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-সিলেট