১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৮ মার্চ ২০২১
১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ঘোষিত সূচি অনুযায়ী ৯ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের ১৪তম আসর। ৬০ ম্যাচের এ টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে।

জনপ্রিয় এ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ১৩তম আসর আবুধাবিতে অনুষ্ঠিত হলেও ১৪তম আসরের সবগুলো ম্যাচ নিজ দেশে অনুষ্ঠিত হবে। ভারতের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে আইপিএল ১৪তম আসরের সবগুলো খেলা।

সম্প্রতি ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ শেষ হওয়া আহমেদাবাদসহ বাকি শহরগুলো হলো- ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং কলকাতা। সব ভেন্যুই থাকবে নিরপেক্ষ, তবে নির্দিষ্ট ম্যাচের দিন স্বাগতিক দলের নাম ঘোষণা করা হবে।

উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল আসর।

আগামী ৯ এপ্রিল চেন্নাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএলের। বিকেলের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এছাড়া রাতের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ৮টায়।

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি....

Posted by Sportsmail24.com on Sunday, March 7, 2021

টুর্নামেন্টে গ্রুপ স্টেজে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। প্লে-অফ ও ফাইনালসহ টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা মোট ৬০টি। এর মধ্যে গ্রুপ স্টেজের ১০টি করে ম্যাচ হবে চেন্নাই, মুম্বাই, কলকাতা ও ব্যাঙ্গালুরুতে।

এছাড়া আহমেদাদাবাদ ও দিল্লিতে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডে ৮টি করে ম্যাচ। পরে প্লে-অফ ও ফাইনালের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ

শচীনপুত্র অর্জুনকে দলে নেওয়ার কারণ জানানো মুম্বাই

শচীনপুত্র অর্জুনকে দলে নেওয়ার কারণ জানানো মুম্বাই

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

ভিত্তিমূল্য ৭৫ লাখ, বিক্রি হলো ১৬ কোটি ২৫ লাখে

ভিত্তিমূল্য ৭৫ লাখ, বিক্রি হলো ১৬ কোটি ২৫ লাখে