শচীনপুত্র অর্জুনকে দলে নেওয়ার কারণ জানানো মুম্বাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২১
শচীনপুত্র অর্জুনকে দলে নেওয়ার কারণ জানানো মুম্বাই

আইপিএলের নিলাম শুরুর আগে থেকেই শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামেও সেটিই হয়েছে। চেন্নাইয়ের নিলামে বাবা টেন্ডুলকারের সাবেক দল মুম্বাইও তাকে দলে ভিড়িয়েছে।

মুম্বাই ইন্ডিয়ান্সে দল পাওয়ার পর আবারও নতুন আলোচনা শুরু হয়েছে। স্যোশাল মিডিয়ায় বলা হচ্ছে, বাবার কারণেই অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছে মুম্বাই। তবে বিষয়টি মানতে নারাজ খোদ মুম্বাই।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইুন্ডয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধন বলেছেন, ‘ওর (অর্জুন টেন্ডুলকার) প্রতিভার জন্যই দলে নেওয়া হয়েছে। শচীনের নাম ওর পিছনে রয়েছে ঠিকই, তবে অর্জুনের সুবিধা যে ও বোলার, ব্যাটসম্যান নয়। আমার মনে হয় সচীন খুব গর্ব বোধ করবে, অর্জুনের মতো বল করতে পারলে।’

অর্জুনের ওপর বিশ্বাস রাখছেন জাহির খানও। গত আইপিএলে মুম্বইয়ের নেটে বল করেছিলেন অর্জুন। খুব কাছ থেকে বাঁহাতি পেসার অর্জুনকে দেখার সুযোগ হয়েছিল জাহিরের। তিনি বলেছেন, ‘ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি নেটে। অর্জুন খুব পরিশ্রমী। ওর মধ্যে শেখার ইচ্ছে প্রচণ্ড। এবারের আইপিএল থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকবে ওর।

জাহিরের মতে মুম্বাই দলের পরিবেশ অর্জুনকে আরও পরিণত ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করবে। অর্জুনও দল পেয়ে খুশি। দল পাওয়ার পর অর্জুন বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত। দলের সকলকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। নীল, সোনালি জার্সি পরতে আমি মুখিয়ে রয়েছি।’

২০০৮ সালে শচীন ছিলেন মুম্বাইয়ের তারকা ক্রিকেটার ছিলেন। মাঠে না খেললেও মুম্বাইয়ের পরামর্শদাতা হিসেবে রয়েছে শচীন। ফলে নিজের খেলা সাবেক দলে এবার ছেলেকে পরামর্শ দেবেন শচীন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর খেলবেন না মালিঙ্গা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর খেলবেন না মালিঙ্গা

মুম্বাইয়ের হাতে আইপিএলের পঞ্চম শিরোপা

মুম্বাইয়ের হাতে আইপিএলের পঞ্চম শিরোপা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

আইপিএলে নতুন ঠিকানা পেল মোস্তাফিজ

আইপিএলে নতুন ঠিকানা পেল মোস্তাফিজ