আট বোলার ও স্যামসনের সেঞ্চুরি, সবকিছু ছাপিয়ে পাঞ্জাবের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ পিএম, ১৩ এপ্রিল ২০২১
আট বোলার ও স্যামসনের সেঞ্চুরি, সবকিছু ছাপিয়ে পাঞ্জাবের জয়

নতুন দলের প্রথম ম্যাচে সুযোগ পেয়েও রাঙাতে পারলেন না মোস্তাফিজুর রহমান। সবচেয়ে বেশি রানের তালিকায় তিনিই প্রথম। শুধু কি তাই, রান ঠেকাতে অধিনায়ক সঞ্জু স্যামসন ব্যবহার করেছেন আটজন বোলার। এছাড়া ২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে স্যামসন সেঞ্চুরি করেও হার ঠেকাতে পারেননি।

সোমবার (১২ এপ্রিল) আইপিএলের চলমান টুর্নামেন্টের টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রানের বিশাল সংগ্রহ গড়ে পাঞ্জাব কিংস।

২২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও দলকে জেতাতে পারেননি সঞ্জু স্যামসন। রোমাঞ্চকর ম্যাচে জয় থেকে মাত্র ৪ রান দূরে ২১৭ রানে থামে রাজস্থান রয়্যালস।
sportsmail24
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান। এরপর ব্যাট হাতে মাঠে নেমে দুর্দান্ত একটি ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ৬৩ বলে ১১৯ রান করা স্যামসন ইনিংসের শেষ বলে আউট হয়। জয়ের জন্য রান প্রয়োজন হলে সেটি আর নিতে পারিননি।

স্যামসনের ১১৯ রানের ইনিংস ১২টি চারের মারের সাথে ৭টি ছক্কার মার ছিল। দল না জিতলেও তার এমন ইনিংসে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন স্যামসন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেনন পাঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল। ৫০ বলে ৭টি চার এবং ৫টি ছক্কা ৯১ রান করেন তিনি। এছাড়া দলের ২২১ রানের সংগ্রহের পেছনে ব্যাট হাতে অবদার রাখেন ক্রিস গেইল, ২৮ বলে ৪০ এবং দিপক হুডা ২৮ বলে ৬৪ রান।

রাহুল-গেইলদের কোনোভাবে রানে আটকে রাখতে না পেরে একে একে আটজন বোলার ব্যবহার করেছেন রাজস্থানের অধিনায়ক স্যামসন। তাদের মাঝে ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন দলের প্রথম একাদশেই মোস্তাফিজ

নতুন দলের প্রথম একাদশেই মোস্তাফিজ

প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব এখন ‘পাঞ্জাব কিংস’

প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব এখন ‘পাঞ্জাব কিংস’

বাংলাদেশে একাডেমি করার ইচ্ছা রাজস্থান রয়্যালসের

বাংলাদেশে একাডেমি করার ইচ্ছা রাজস্থান রয়্যালসের

হায়দরাবাদকে হারিয়ে জয়ে শুরু সাকিবের কলকাতার

হায়দরাবাদকে হারিয়ে জয়ে শুরু সাকিবের কলকাতার