রাজস্থানে স্মিথের পরিবর্তে নেতৃত্বে রাহানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৬ মার্চ ২০১৮
রাজস্থানে স্মিথের পরিবর্তে নেতৃত্বে রাহানে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে ‘বল বিকৃতি’র অভিযোগ স্বীকার করার পর আইপিএলে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল অসি অধিনায়ক স্টিভেন স্মিথকে। এবার তার পরিবর্তে নতুন অধিনায়কের নাম জানালো রাজস্থান কর্তৃপক্ষ।

বল টেম্পারিংয়ের অভিযোগ স্বীকার করায় গতকালই (রোববার) রাজস্থান স্মিথকে সরিয়ে দেয়ার ঘোষণা দেয়। স্টিভেন স্মিথ নিজেও ঘোষণা দেন রাজস্থানের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর। এখন নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের নাম জানালো রাজস্থান।

৪ কোটি রুপি খরচ করে নিলামে রাইট টু ম্যাচ কার্ডে আজিঙ্কা রাহানেকে দলে নেয় রাজস্থান রয়্যালস। স্টিভেন স্মিথ এবং রাহানে- দু’জনই গত আইপিএলে রাইজিং পুণে সুপারজায়েন্টসের হয়ে খেলেছেন।

বল বিকৃতি কেলেঙ্কারিতে স্মিথের পাশাপাশি অসিদের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নামও এসেছে। স্মিথের মত ওয়ার্নারও অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের পদ ছাড়তে বাধ্য হয়েছেন। এবার স্মিথের মতো ওয়ার্নারও আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান কি না, সেটাই দেখার বিষয়। হায়দরাবাদ ফ্যাঞ্চাইজি অবশ্য এখনই ওয়ার্নারকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।

উল্লেখ্য, বল টেম্পারিংয়ের অভিযোগ অস্ট্রেলিয়ার নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। এছাড়া আইসিসি থেকে স্টিভেন স্মিথকে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বড় শাস্তি হতে পারে স্মিথ-ওয়ার্নারের

বড় শাস্তি হতে পারে স্মিথ-ওয়ার্নারের

কেন ‘বল বিকৃতির’ পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া?

কেন ‘বল বিকৃতির’ পরিকল্পনা করেছিল অস্ট্রেলিয়া?

ক্রিকেটে স্মিথের পাঁচটি কলঙ্কিত ঘটনা

ক্রিকেটে স্মিথের পাঁচটি কলঙ্কিত ঘটনা

কলঙ্ক সৃষ্টি করে বড় হারের লজ্জা পেল অস্ট্রেলিয়া

কলঙ্ক সৃষ্টি করে বড় হারের লজ্জা পেল অস্ট্রেলিয়া