আইপিএলের মেগা নিলাম, নির্ধারিত হবে ক্রিকেটারদের ভাগ্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
আইপিএলের মেগা নিলাম, নির্ধারিত হবে ক্রিকেটারদের ভাগ্য

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। আইপিএলের এবারের আসর থেকে যুক্ত হচ্ছে নতুন দুই ফ্রাঞ্চাইজি। এ কারণেই আইপিএলের দল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশটি। তাই অন্যবারের তুলনায় এবার বেশি সুযোগ পাবেন ক্রিকেটাররা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২ টায় শুরু হবে এইবারের আইপিএলের নিলাম। ব্যাঙ্গালুরুতে রেকর্ড আটবারের মতো বসতে যাচ্ছেন ১৫তম আইপিএলের নিলাম।

বাংলাদেশ থেকে পাঁচজন ক্রিকেটার এবারের নিলামে সুযোগ পেয়েছেন। এর মধ্যে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান রয়েছে সর্বোচ্চ দুই কোটির ভিত্তিমূল্যে। এছাড়াও বাকি তিন ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম আছেন ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে।

আইপিএলের ১০ ফ্রাঞ্চাইজি মোট ৩৩জন ক্রিকেটারকে ধরে রেখেছেন। এছাড়াও বেশিরভভাগ দলই তাদের অধিনায়ক নির্বাচিত করেছে।

এবারের নিলামে সর্বোচ্চ ৭২ কোটি রুপি খরচ করতে পারবে পাঞ্জাব কিংস। আর সবচেয়ে কম ৪৭ কোটি ৫০ লাখ রুপি খরচ করতে পারবে দিল্লি ক্যাপিটালস।

এছাড়াও চেন্নাই সুপার কিংস ৪৮ কোটি, গুজরাট টাইটানস ৫২ কোটি, কলকাতা নাইট রাইডার্স ৪৮ কোটি, লক্ষ্মৌ সুপার জায়ান্টস ৫৯ কোটি, মুম্বাই ইন্ডিয়ানস ৪৮ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৫৭ কোটি, রাজস্থান রয়্যালস ৬২ কোটি ও সানরাইজার্স হায়দরাবাদ খরচ করতে পারবে ৬৮ কোটি রুপি।

আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামে উঠবে ৫৯০জন ক্রিকেটারের নাম। প্রত্যেক দল সর্বোচ্চ ২৫জন এবং সর্বনিম্ন ১৮জন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে।

শনিবার নিলামের প্রথম দিন হবে ১৬১ জন খেলোয়াড়ের দলবদল। রোববার (১৩ ফেব্রুয়ারি) নিলামের দ্বিতীয় দিন খানিক দ্রুত প্রক্রিয়ায় হবে বাকি খেলোয়াড়দের কেনার প্রক্রিয়া। প্রথম দিনের নিলাম শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের পছন্দের খেলোয়াড়দের নাম বলতে বলা হবে। দ্বিতীয় দিন শুধু সেসব খেলোয়াড়দের নামই তোলা হবে।

সবচেয়ে কম ১৭ বছর বয়সী আফগানিস্তানের লেগস্পিনার নুর আহমেদের নাম রয়েছে এবারের নিলামে। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সী ৪৩ বছরের দক্ষিণ আফ্রিকান লেগস্পিনার ইমরান তাহিরের নামও উঠবে এবারের নিলামে। এই মেগা নিলামটি পরিচালনা করবেন হিউজ এডমিডাস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সিরিজে না খেলে আইপিএলে যেতে পারবেন প্রোটিয়ারা

বাংলাদেশ সিরিজে না খেলে আইপিএলে যেতে পারবেন প্রোটিয়ারা

আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিনতা

আইপিএল নিলামে থাকবেন না প্রীতি জিনতা

আইপিএল বদলে দিয়েছে ডি ভিলিয়ার্সের জীবন

আইপিএল বদলে দিয়েছে ডি ভিলিয়ার্সের জীবন

আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্জাইজির নাম ‌‘গুজরাট টাইটানস’

আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্জাইজির নাম ‌‘গুজরাট টাইটানস’