আইপিএল বদলে দিয়েছে ডি ভিলিয়ার্সের জীবন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২
আইপিএল বদলে দিয়েছে ডি ভিলিয়ার্সের জীবন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্সে ব্যাঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়েছেন প্রায় এক দশক। এই সময় ব্যাঙ্গালুরুর ঘরের ছেলেই হয়ে উঠেছিলেন তিনি। এবার জানালেন, আইপিএলই বদলে দিয়েছে তার জীবন।

২০২১ সালে আইপিএলের পরপরই ডি ভিলিয়ার্স জানান, ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন তিনি। ক্রিকেটকে বিদায় জানালেও এখনও ব্যাঙ্গালুরুর স্মৃতি ধরে রেখেছেন। জানিয়েছেন সেখানকার বিভিন্ন স্মৃতি জানালেন তিনি।

বলেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আমার কাছে একটি পরিবারের মতো। এখানে কাটানো ১০-১১টা বছর জীবন বদলে দিয়েছে। সব পরিবারের মতো এখানেও উত্থান-পতন ছিল। সময়টা দারুণ কেটেছিল।’

ব্যাঙ্গালুরুতে একসাথে খেলায় বিরাট কোহলির সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ভিলিয়ার্সের। শুধু তাই নয়, অনেকের সাথে সম্পর্কের টান-পোড়নও তৈরি হয়েছে বলে জানান তিনি।

বলেন, ‘দীর্ঘ সময় নানা ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। কারও সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠেছে। কারও সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু সব কিছু উপভোগ করেছি। ফিরে তাকালে এখন আমার কোনও আক্ষেপ নেই। আরসিবিতে খেলার সময়টার দিকে দেখলে বলতেই হবে, জীবনের একটা দারুণ সময় আমি ওই দলে কাটিয়েছি।’

আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ডি ভিলিয়ার্স। আইপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে ১৮৪ ম্যাচে করেছেন ৫১৬২ রান। নামের পাশে তিন সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৪০ হাফ সেঞ্চুরি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্জাইজির নাম ‌‘গুজরাট টাইটানস’

আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্জাইজির নাম ‌‘গুজরাট টাইটানস’

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন সাকিব, খেলছেন না পুরো আইপিএল

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফরে থাকছেন সাকিব, খেলছেন না পুরো আইপিএল

২০১৯ আইপিএলে ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ : মোহাম্মদ সিরাজ

২০১৯ আইপিএলে ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ : মোহাম্মদ সিরাজ

আইপিএল পৃথিবীর সেরা ক্রিকেট টুর্নামেন্ট : ওয়ার্নার

আইপিএল পৃথিবীর সেরা ক্রিকেট টুর্নামেন্ট : ওয়ার্নার