দুর্দান্ত ধোনি, অপ্রতিরোধ্য চেন্নাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ এএম, ২৬ এপ্রিল ২০১৮
দুর্দান্ত ধোনি, অপ্রতিরোধ্য চেন্নাই

অপ্রতিরোধ্য, দুর্দান্ত। কোন বাধাই যেন আটকাতে পারছে না। আইপিএলের চলমান আসরে দুর্দান্ত গতিতে কেলে চলছে ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

এবারের টুর্নামেন্টের শুরুর দিকে কলকাতার দেয়া ২০২ রানের টার্গেট তাড়া করে জিতেছিল চেন্নাই। এবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ছুঁড়ে দেয়া ২০৬ রানের টার্গেট তাড়া করে জিতে গেল ধোনি বাহিনী। ২ বল হাতে রেখেই ব্যাঙ্গালুরুকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছেন ধোনি।

দলের এ জয়ের পথে দুর্দান্ত ব্যাটিং করেছেন ধোনি এবং আম্বাতি রাইডু। বড় রান তাড়া করতে নেমে বাকিদের ওপর কোনো চাপই পড়তে দেননি তারা। ৫৩ বলে ৮২ রান করে আউট হন রাইডু। ৩টি বাউন্ডারির সঙ্গে ৮টি ছক্কা মারেন তিনি।

অন্যদিকে ছক্কা মেরে দরকে জিতিয়ে ফেরেন ধোনি। ৩৪ বলে শেষ পর্যন্ত ৭০ রানে অপরাজিত থাকলেন। শেষ ওভারে কোরি আন্ডারসনের চতুর্থ বলে দু’পা এগিয়ে গিয়ে অফ সাইড থেকে টেনে লেগ সাইডে ছক্কা মেরে দলকে জেতান তিনি। তার এ ইনিংসে ১টি মাত্র বাউন্ডারির বিপরীতে ছক্কার মার রয়েছে ৭টি। দলের জয়ের শেষ দিকে অবদান রাখেন ডোয়াইন ব্র্যাভো। তিনি ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। তবে শেষ ওভারে তিনিই জয়ের কাছে নিয়ে যান দলকে।

এর আগে টস হেরে প্রতমে ব্যাট করতে নামেন বিরাট কোহলিরা। ব্যাট করতে নেমে ডি ভিলিয়ার্স আর কুইন্টন ডি ককের ঝড়ে ২০৫ রানের বিশাল স্কোর গড়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৩০ বলে ৬৮ রান করেন ডি বিলিয়ার্স। ৩৭ বলে ৫৩ রান করেন কুইন্টন ডি কক।

এই ম্যাচে জয়ের ফলে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল চেন্নাই সুপার কিংস। ৬ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ব্যাঙ্গালুরু। কিংস ইলেভেন পাঞ্জাবের পয়েন্টও ১০। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদ।

ম্যাচ সেরা হয়েছেন এমএস ধোনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

তীব্র প্রতিদ্বান্দ্বতায় ফাইনালে বাংলাদেশ

তীব্র প্রতিদ্বান্দ্বতায় ফাইনালে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে সাকিবের ৩০০

টি-টোয়েন্টিতে সাকিবের ৩০০

আইপএলে দিল্লির নেতৃত্ব ছাড়লেন গম্ভীর

আইপএলে দিল্লির নেতৃত্ব ছাড়লেন গম্ভীর

১১৯ টার্গেটেও পারলো না মোস্তাফিজের মুম্বাই

১১৯ টার্গেটেও পারলো না মোস্তাফিজের মুম্বাই