নতুন অধিনায়কত্বে দারুণ সূচনা দিল্লির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৮ এপ্রিল ২০১৮
নতুন অধিনায়কত্বে দারুণ সূচনা দিল্লির

অধিনায়কত্ব ছাড়ার পর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে গম্ভীরকে দলেই রাখেনি দিল্লি। অন্যদিকে নতুন অধিনায়ক স্রেয়াশ আয়ার প্রথম পরীক্ষাতেই শতভাগ পাস করলেন। দলকে জয় উপহার দেয়ার পাশাপাশি নিজেও রাখলেন দারুণ অবদান। খেলেছেন ৪০ বলে ৯৩ রানের দারুণ এক ইনিংস। তার এ ইনিংসের ওপর ভর করে এবারের আইপিএলের সর্বোচ্চ দলীয় ২১৯ রানের স্কোর দাঁড় করায় দিল্লি।

দিল্লিার ফিরোজ শাহ কোটলায় জবাব দিতে নামার পর কেকেআরের ব্যাটসম্যানদের দাঁড়াতেই দিলেন না স্রেয়াশ আয়ার। দারুণ ক্যাপ্টেন্সি করলেন। শেষ পর্যন্ত কলকাতার ব্যাটসম্যানদের ৯ উইকেট হারিয়ে থেমে যেতে হলো ১৬৪ রানে। কলকাতার হয়ে আন্দ্রে রাসেল সর্বোচ্চ ৩০ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। ২৯ বলে ৩৭ রান করেন শুভমান গিল। ৯ বলে ২৬ রানের ঝড় তুলে বিদায় নিয়েছিলেন সুনিল নারিন।

দিল্লির হয়ে ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল, আবেশ খান এবং অমিত মিশ্র নেন ২টি করে উইকেট। এই জয়ে ৭ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠলো দিল্লি। আট নম্বরে ঠেলে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দিল্লির ওপেনার পৃত্থি শ এবং কলিন মুনরো দারুণ সূচনা করেন। দু’জন ৫৯ রানের ‍জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ১৮ বলে ৩৩ রান করেন কলিন মুনরো। ৪৪ বলে ৬২ রান করেন পৃত্থি শ। রিশাভ পান্ত শূন্য রান করে আউট হলেও ম্যাক্সওয়েল ১৮ বলে করেন ২৭ রান। ৪০ বলে ৯৩ রানে অপরাজিত থেকে যান স্রেয়াশ আয়ার। ৩টি বাউন্ডারির সঙ্গে ১০টি ছক্কার মার মারেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

২০১৯ বিশ্বকাপ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে : মাশরাফি

২০১৯ বিশ্বকাপ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে : মাশরাফি

শিগগিরই মাঠে গড়াচ্ছে টি-টেন লিগ

শিগগিরই মাঠে গড়াচ্ছে টি-টেন লিগ

আইপিএলেও উইকেট শিকারে সাকিবের নতুন কীর্তি

আইপিএলেও উইকেট শিকারে সাকিবের নতুন কীর্তি

অল্প পুঁজি নিয়েও সাকিবদের বাজিমাত

অল্প পুঁজি নিয়েও সাকিবদের বাজিমাত