আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০৮ এপ্রিল ২০২২
আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

ক্রিকেট মাঠে হোক কিংবা মাঠের বাইরে হাস্য রসাত্মক বিভিন্ন আচরণের জন্য সবসময়ই আলোচনায় থাকেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। হাসিখুশি থাকা চাহালের জীবনেও রয়েছে ভীতিকর অভিজ্ঞতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল) শিকার হয়েছেন সেই ভীতিকর অভিজ্ঞতার। এবার সেটাই জানালেন এই স্পিনার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও প্রকাশ করে রাজস্থান রয়্যালস। সেখানেই রাজস্থান সতীর্থ রবিচন্দন অশ্বিন এবং করুণ নায়ারের সঙ্গে সেই অভিজ্ঞতা জানান এই ক্রিকেটার।

ভিডিওতে চাহাল বলেন, ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলাকালীন এক সতীর্থ তাকে ১৫ তলা থেকে ফেলে দিতে চেয়েছিলেন।

তিনি বলেন, ‘আমার এই কাহিনি কিছু মানুষ জানে। কিন্তু কখনই খোলাখুলিভাবে এ নিয়ে কথা বলিনি। প্রকাশ করিনি এ ঘটনা। ২০১৩ সালে আমি মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ছিলাম। ব্যাঙ্গালুরুতে একটা ম্যাচ খেলতে গিয়েছিলাম। ম্যাচের পর একটি পার্টির আয়োজন করা হয়েছিল সেদিন। একজন মাতাল বিদেশি খেলোয়াড় ছিলেন, আমি তার নাম নেব না, দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এরপর তিনি আমাকে ডাকলেন, বাইরে নিয়ে গেলেন। এরপর আমাকে ধরে বারান্দায় নিয়ে গিয়ে আমাকে বাইরে ঝুলিয়ে রাখলেন!’

বারান্দায় যে অবস্থায় ছিলেন, তাতে একটু কিছু হলেই ১৫ তলা থেকে নিচে পড়ে যেতেন বলেও জানান চাহাল। বলেন, ‘আমি কোনোভাবে তাকে ধরে রেখেছিলাম। কোনোভাবে আমার হাত যদি ফসকে যেত, বুঝতেই পারছেন। আমি ১৫ তলার বারান্দায় ছিলাম।’

এরপরে অন্যান্য লোকজন এসে তাকে বাঁচিয়েছেন। এছাড়াও তিনি ওই মুহূর্তে অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলেও জানিয়েছেন।

চাহালের ভাষ্যমতে, ‘এরপরেই অনেক মানুষ এসে আমাকে উদ্ধার করেন, পরিস্থিতি শান্ত করেন। আমি প্রায় অজ্ঞান হয়েই গিয়েছিলাম। আমার মুখে পানি ছিটানো হলো। তখনই আমি বুঝলাম, কোথাও চলে যাওয়ার আগে অনেক ভেবেচিন্তে যেতে হয়। সেবার বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম। একটুও ভুল যদি হতো সেদিন, আমি ১৫ তলা থেকে পড়ে যেতাম।’

ওই মৌসুমের পরই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়েন যুজবেন্দ্র চাহাল। যোগ দেন বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। আইপিএলের ১৫তম আসরে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলের দল বার্বাডোসের নতুন হেড কোচ ট্রেভর পেনি

সিপিএলের দল বার্বাডোসের নতুন হেড কোচ ট্রেভর পেনি

ম্যাচ হারের পর মোস্তাফিজদের অধিনায়কের জরিমানা

ম্যাচ হারের পর মোস্তাফিজদের অধিনায়কের জরিমানা

সরিয়ে নেওয়া হলো ধোনির ‘বিতর্কিত’ বিজ্ঞাপন

সরিয়ে নেওয়া হলো ধোনির ‘বিতর্কিত’ বিজ্ঞাপন

ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স

ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স