কমছে আইপিএল দর্শক, সম্প্রচার স্বত্বের আয় নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৩ এপ্রিল ২০২২
কমছে আইপিএল দর্শক, সম্প্রচার স্বত্বের আয় নিয়ে শঙ্কা

প্রতি বছরই শোনা যায় টেলিভিশন রেকর্ড সংখ্যক দর্শক দেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার শোনা গেল উল্টো বক্তব্য। ভারতীয় এক গবেষণা প্রতিষ্ঠানের দাবি আইপিএলের ১৫তম আসরে উল্লেখ্যযোগ্য সংখ্যক দর্শক কমেছে। আর এই গবেষণা রিপোর্ট এমন সময় প্রকাশিত হলো যখন কিনা টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব বিক্রির চেষ্টা চালাচ্ছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিএআরসি ইন্ডিয়া নামের ওই প্রতিষ্ঠান দাবি করেছে আইপিএলের ১৫তম আসরের প্রথম সপ্তাহেই কমেছে ৩৩ শতাংশ দর্শক। আর আইপিএলের প্রথম সপ্তাহে মাত্র দুইটি ম্যাচ ১০০ মিলিয়নের বেশি মানুষ দেখেছে।

এবারের আসরের প্রথম আট ম্যাচে আইপিএলের রেটিং পয়েন্ট ২ দশমিক ৭৫। আইপিএলের ১৪তম আসরে একই সময়ে এই রেটিং পয়েন্ট ছিল ৩ দশমিক ৭৫। এই রেটিং পয়েন্টই বলে দেয় কমতে শুরু করেছে আইপিএলের দর্শক সংখ্যা।

বিএআরসি ইন্ডিয়ার এই রিপোর্ট প্রকাশের পর এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিজ্ঞাপণদাতা প্রতিষ্ঠানগুলোও। তারা জানিয়েছে, আইপিএল ইতিহাসে এইবারই সবচেয়ে কম দর্শক খেলা দেখছে। আরও জানায়, আইপিএলের টেলিভিশন দর্শকের গতি প্রকৃতি দেখলে দর্শকসংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে চলতি বছরই শেষ হচ্ছে ডিজনি-হটস্টারের সাথে আইপিলের সম্প্রচার চুক্তি। পরবর্তী পাঁচ আসরের জন্য নতুন করে সম্প্রচার স্বত্ব বিক্রি করবে বিসিসিআই। এমন সময়ই প্রকাশ হলো এই গবেষণা রিপোর্ট।

পরবর্তী পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করে ৬ দশমিক ৬১ ডলার আয়ের চিন্তা ভাবনা করেছিল বিসিসিআই। এমনকি শোনা যাচ্ছিলো সম্প্রচার স্বত্ব কিনতে লড়াই করবে জেফ বেজোস-মুকেশ আম্বানির মতো বিলিয়নিয়াররা। তবে বিএআরসির এই রিপোর্টের পর তারা আসবেন কি-না তা নিয়েও শঙ্কা তৈরি হতে পারে।

আইপিএলের ১৫তম আসর থেকে বেড়েছে দলের সংখ্যা। আগের আসগুলোতে আট দলের লড়াই দেখা গেলেও এবার দেখা যাচ্ছে ১০ দলের লড়াই। তবুও দর্শক খরায় ভগছে বিশ্বের অন্যতম সেরা এই ফ্রাঞ্চাইজি লিগ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক হিসেবে আমি এখনো শিখছি: জাদেজা

অধিনায়ক হিসেবে আমি এখনো শিখছি: জাদেজা

অনুজ রাওয়াত : জার্নি ফ্রম উত্তরাখন্ড টু আইপিএল

অনুজ রাওয়াত : জার্নি ফ্রম উত্তরাখন্ড টু আইপিএল

আইপিএলে নেই চেন্নাইয়ের ১৪ কোটির রুপির পেসার দীপক চাহার

আইপিএলে নেই চেন্নাইয়ের ১৪ কোটির রুপির পেসার দীপক চাহার

আইপিএলে ইতিহাসের প্রথমবারের মতো ‘স্বেচ্ছায় আউট’

আইপিএলে ইতিহাসের প্রথমবারের মতো ‘স্বেচ্ছায় আউট’