মুম্বাইয়ে চার আইপিএল জুয়াড়ি আটক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৯ এপ্রিল ২০২২
মুম্বাইয়ে চার আইপিএল জুয়াড়ি আটক

ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে জমজমাট চলে জুয়া খেলা। যার বেশিরভাগই হয় ভারতে। এবার আইপিএল ম্যাচকে ঘিরে জুয়া খেলার অপরাধে ভারতের মুম্বাই থেকে চার আইপিএল জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) আটককৃতদের নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পুলিশ। নাভি মুম্বাই পুলিশ জানিয়েছে, আটককৃত চার ব্যক্তির মধ্যে একজন স্ক্র্যাপ ডিলার এবং একজন ক্যাটারারও রয়েছেন। তারা দু’জনেই বড় অঙ্কের টাকা বাজি ধরেছিল।

আটককৃতরা হলেন ইফতেকার আহমেদ খান (৩১), অলোককুমার শিব কুমার গুপ্ত (৪৫), ইমরান সেলিম শেখ (২৫) ও মোহাম্মদ ইউসুফ দাড্ডা (৪২)। তার সবাই ব্যবসায়ী ও চাকরিজীবী।

এদের মধ্যে ইফতেকার আহমেদ খান একজন একজন স্ক্র্যাপ ডিলার। অলোককুমার শিব কুমার গুপ্ত একটি ক্লাবের জকি। ইমরান সেলিম শেখ একজন রাসায়নিক ডিলার। মোহাম্মদ ইউসুফ দাড্ডা ক্যাটায়ার।

মুম্বাইয়ের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক ভাস্ট বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে নাভি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা রবিবার রাতে শহরের একটি জায়গায় অভিযান চালায়। সেখান থেকেই মোবাইল ফোনে আইপিএল ম্যাচ নিয়ে বাজি খেলার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত চারজন থেকে চারটি মোবাইল ফোন ও নগদ তিন লক্ষ বিশ হাজার টাকা জন্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি ও ভারতীয় টেলিগ্রাফ আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে অপরাধ নথিভুক্ত করা হয়েছে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা

আমি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে ভালোবাসি: উমরান মালিক

আমি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে ভালোবাসি: উমরান মালিক

আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক

আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক

বর্তমানে চাহাল ভারতের সেরা লেগ স্পিনার : সাঞ্জু স্যামসন

বর্তমানে চাহাল ভারতের সেরা লেগ স্পিনার : সাঞ্জু স্যামসন