আমি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে ভালোবাসি: উমরান মালিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৯ এপ্রিল ২০২২
আমি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে ভালোবাসি: উমরান মালিক

জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিক। ভারতীয় ক্রিকেটে গতির ঝড় তুলে তার আগমন। এখনো ভারতের জার্সি গায়ে মাঠে নামা হয়নি। তবে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। প্রতি ম্যাচেই গতি দিয়ে নাকাল করছেন ব্যাটারদের। উমরান জানালেন, গতিই তার প্রধান অস্ত্র। তিনি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে ভালোবাসেন।

ভারতের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন উমরান। সেখানেই আলাপকালে জানালেন নিজের গতির দিকেই তার বেশি মনোযোগ। উমরান বলেন, ‘যখন কেউ আমাকে বলে আমি খুব স্লো বোলিং করছি, তখন আমার একটা জেদ চেপে যায়। আমি দ্রুত বোলিং শুরু করি।’

সবশেষ ম্যাচে এক ওভারেই চার উইকেট তুলে নিয়েছিলেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই তরুণ। নিজের বোলিং নিয়ে কথা বলতে গিয়ে উমরান বলেন, ‘আমি ব্যাটসম্যানদের হেলমেটে আঘাত করতে ভালোবাসি। এমন ভাবনার পিছনে অবশ্য কারন আছে।’

কি সেই কারণ? এমন প্রশ্নের জবাবে ২২ বছর বয়সী উমরান বলেন, ‘প্রথমত, এতে আমি অনুভব করি যে আমি আমার গতি দিয়ে ব্যাটসম্যানকে পরাজিত করেছি। দ্বিতীয়ত, ব্যাটসম্যান একবার ভয় পেলে সে আপনাকে আক্রমণের করার চেষ্টা করবে না।’

উমরানের বোলিংয়ের সামনে ভারতের সেরা ব্যাটারদের একজন শ্রেয়াস আইয়ারও অস্বস্তিকর অবস্থায় পড়েছিলেন। হার্দিক পান্ডিয়া আঘাত পেয়েছেন হেলমেটে। বেশিরভাগ ব্যাটারই তার বলে স্টাম্প থেকে দূরে সরে গিয়ে ব্যাকফুটে খেলতে চান। এমনটাই দেখতে চান দীর্ঘদেহী এই পেসার।

উমরান বলেন, ‘আমার বলে ব্যাটসম্যানরা স্টাম্প থেকে পিছিয়ে যাচ্ছে। আমার কাজ হবে তারা যেন যেখান থেকে আমাকে পাল্টা আক্রমণ করতে না পারে। আমি তাদেরকে সবসময় ব্যাকফুটে রাখতে চাই।’

বাকি দশজনের মতো উমরানের লক্ষ্যও ভারতের জার্সি গায়ে মাঠ মাতানো। নিজের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে এই পেসার বলেন, ‘আমার লক্ষ্য ভারতের হয়ে খেলা এবং ভালো করা। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আমি ধীরে ধীরে সমস্ত ডেলিভারিই আয়ত্ত করবো। এখন স্লোয়ার এবং নাকল বল নিয়ে কাজ করছি।’

বিশ্বের প্রায় সব ফাস্ট বোলারই কাউকে না কাউকে আইডল মেনে বড় হয়েছেন। এই জায়গায় একেবারে ভিন্নতার পরিচয় দিলেন সানরাইজার্স হায়দরাবাদের এই বোলার। উমরান জানান, তার আইডল সে নিজে। তবে তিনি জাসপ্রিত বুমরাহকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন এবং শিখছেন।

২০২১ সালে প্রথমবারের মতো আইপিএলে ডাক পান উমরান। সেবার সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার হিসেবে আত্মপ্রকাশ করেন। চলতি আসরে প্রথমবারের মতো ডাক পান মূল দলে। এ পর্যন্ত আইপিএলে ৬টি ম্যাচ খেলে মোট ৯ উইকেট শিকার করেছেন উমরান।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক

আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক

ম্যাচ হারের সঙ্গে আবারও জরিমানা গুনলেন রোহিত

ম্যাচ হারের সঙ্গে আবারও জরিমানা গুনলেন রোহিত

দাম বেশি হওয়ায় রশিদ খানকে ছেড়ে দিয়েছিল হায়দরাবাদ

দাম বেশি হওয়ায় রশিদ খানকে ছেড়ে দিয়েছিল হায়দরাবাদ

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাবে সপ্তম সদস্য রোহিত শর্মা

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাবে সপ্তম সদস্য রোহিত শর্মা