দুই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে আইপিএলের প্লে-অফ ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৪ এপ্রিল ২০২২
দুই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে আইপিএলের প্লে-অফ ম্যাচ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের প্লে-অফের ভেন্যু চূড়ান্ত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শনিবার (২৩ এপ্রিল) আইপিএলের প্লে-অফের ভেন্যু চূড়ান্ত করার কথা জানিয়েছে তারা। 

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্লে-অফের ফাইনালসহ প্লে অফের চার ম্যাচ অনুষ্ঠিত হবে। দল সংখ্যা বাড়লে প্লে অফের ম্যাচ সংখ্যা বাড়ছে না।

কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ। এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে চলতি বছরের ২৪ ও ২৫ মে  ।

এরপর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৭ মে মাঠে গড়াবে এই ম্যাচ। আর ২৯ মে একই ভেন্যুতে আয়োজিত হবে আইপিএলের ফাইনাল।

চলমান আইপিএলের লিগ পর্বের সব ম্যাচই মহারাষ্ট্রে আয়োজন করেছে বিসিসিআই। প্লে-অফের জন্য ভেন্যূ পরে চূড়ান্ত করা হবে বলে আগেই জানিয়ে রেখেছিল অ্যাপেক্স কাউন্সিল। 

চলমান আইপিএলে প্লে-অফে ওঠার দৌড়ে রয়েছে এই আসরেই অভিষেক হওয়া গুজরাট লায়ন্স। ৭ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে দলটি। এছাড়া সমান ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে যথাক্রমে ২য়, ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

ঋষভ পান্তকে বড় অংকের জরিমানা, নিষেধাজ্ঞায় সহকারী কোচ

ঋষভ পান্তকে বড় অংকের জরিমানা, নিষেধাজ্ঞায় সহকারী কোচ

শচীনের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ঋতুরাজ 

শচীনের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ঋতুরাজ 

আইপিএলে এক দলের বিপক্ষেই ওয়ার্নারের হাজার রান

আইপিএলে এক দলের বিপক্ষেই ওয়ার্নারের হাজার রান