আইপিএলে অবিক্রিত থেকে গেলেন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮
আইপিএলে অবিক্রিত থেকে গেলেন মুশফিক

ফাইল ছবি

আইপিএলের ১২তম আসরের নিলামে অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আজ মঙ্গল বার বিকেলে জয়পুরে টুর্নামেন্টের শুরু হয় এবারের আইপিএলের খেলোয়াড়দের নিলাম।

বাংলাদেশ থেকে এবার আইপিএলের নিলামে দুজন খেলোয়াড় অংশ নিয়েছেন—মুশফিক ও মাহমুদউল্লাহ। ইংলিশ ওপেনার স্যাম কারেনকে কিংস ইলেভেন ৭.২ কোটি রুপিতে কেনার পর লুক রনকির নাম উঠেছিল নিলামে। তাঁকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। এরপরই ঘোষণা হয় মুশফিকের নাম। ক্যামেরাগুলো এ সময় আটটি ফ্র্যাঞ্চাইজি দলের প্রতিনিধিদের ওপর ধরা ছিল। মুশফিককে কিনতে কারও মুখে তেমন কোনো অভিব্যক্তি ছিল না।

এবারের অবিক্রিতের তালিকায় রয়েছেন যুবরাজ সিং, ম্যাককুলাম, মার্টিন গাপটিল, কোরি অ্যান্ডারসন, ডেল স্টেইন, ক্রিক ওকসরের মতো নামিদামী খেলোয়াড়রা।

এবারের টুর্নামেন্টে আইপিএলের ১২তম আসরের জন্য মোট ১০০৩ জন ক্রিকেটার নিবন্ধন করেন। সেখান থেকে ৩৫১ জন ক্রিকেটারকে নিলামে রাখা হয়। তাদের মধ্যে ২২৮ জন ভারতীয় ক্রিকেটার। আইপিএল নিলামে মোট ৭০ জন ক্রিকেটার দল পাবেন।

এর আগে বাংলাদেশের ১০ জন সেরা ক্রিকেটারের নাম ছিল। এই তালিকায় যাদের নাম তারা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার, লিটন দাস ও নাঈম হাসান।

পরে সংক্ষিপ্ত তালিকায় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের নাম রাখা হয়। তাঁদের মূল্য ধরা হয় ৫০ লাখ রুপি। 

 ৩১ বছর বয়সী মুশফিকের ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়। এখন পর্যন্ত তিনি ৬৬ টি টেস্ট, ১৯৮ টি ওয়ানডে এবং ৭৫ টি টি-২০ ম্যাচ খেলেছেন। তাঁর ওয়ানডেতে সর্বোচ্চ রান ১৪৪, টেস্টে ২১৯ এবং টি-২০ তে সর্বোচ্চ রান ৭২। মুশফিক ওয়ানডেতে মোট ৫ হাজার ৩৪৬ রান করেছেন।

তিনি বাংলাদেশ জাতীয় দল ছাড়াও বিপিএলে রাজশাহী কিংস ও সিলেট রয়্যালস খেলেছেন। এছাড়া পাকিস্তানের পিসিএলে করাচি কিংসের হয়ে খেলেছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

চলছে আইপিএল নিলাম

চলছে আইপিএল নিলাম

আইপিএলে খেলবেন না ম্যাক্সওয়েল

আইপিএলে খেলবেন না ম্যাক্সওয়েল

আইপিএল নিলামে শুধু রিয়াদ-মুশফিক

আইপিএল নিলামে শুধু রিয়াদ-মুশফিক

পাল্টে গেল দিল্লি ডেয়ারডেভিলসের নাম

পাল্টে গেল দিল্লি ডেয়ারডেভিলসের নাম