পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২১ মার্চ ২০১৯
পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

আসছে ২৩ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। পাকিস্তানে এর সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির সরকার। পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এমনটিই জানিয়েছেন।

গেল মাসে কাশ্মীরের পুলওয়ামায় তথাকথিত পাকিস্তানের জঙ্গি হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত হন। পরে এর জের ধরে ভারতে সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেয় দেশটি। এবার বদলা হিসেবে পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল দেশটির সরকার।

ফাওয়াদ চৌধুরী জানান, আমরা সবাই জানি, পিএসএল চলাকালীন ভারত সরকারের অবস্থান কি ছিল। হাঁকডাক ছেড়ে সেখানে আমাদের টুর্নামেন্ট সম্প্রচার বন্ধ করে দিয়েছিল তারা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তানেও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করার। এটি সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করছি।

পাক তথ্যমন্ত্রীর পরোক্ষ ইঙ্গিত, পাকিস্তান চেয়েছিল ক্রিকেটের সঙ্গে রাজনীতি না মেশাতে। কিন্তু ভারতের আগের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাকিস্তানের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক টুইটবার্তায় জানিয়েছেন, আমার কাছে আগে থেকেই খবর ছিল এদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে। অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

মায়ের ইচ্ছায় মামাতো বোনকে বিয়ে করছেন মোস্তাফিজ

মায়ের ইচ্ছায় মামাতো বোনকে বিয়ে করছেন মোস্তাফিজ

বিশ্বসেরা ষষ্ঠ স্থানে শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বসেরা ষষ্ঠ স্থানে শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম

বিয়ে করছেন মিরাজ-মুমিনুলও

বিয়ে করছেন মিরাজ-মুমিনুলও

রবিশাস্ত্রি কি থাকছেন না ভারতের কোচ?

রবিশাস্ত্রি কি থাকছেন না ভারতের কোচ?