বিশ্বসেরা ষষ্ঠ স্থানে শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ পিএম, ২১ মার্চ ২০১৯
বিশ্বসেরা ষষ্ঠ স্থানে শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম

ছবি: স্পোর্টস মেইল২৪

‘হোম অব ক্রিকেট’ বলা হয় বাংলাদেশের মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামকে। ২০০৬ সাল থেকে এই ভেন্যুতে এখন পর্যন্ত মোট ১০৮টি ওয়ানডে ম্যাচ সম্পন্ন হয়েছে। যেটি ওয়ানডে ম্যাচ আয়োজনে বিশ্বে স্টেডিয়ামে ষষ্ঠ তালিকায় অবস্থান করছে।

তবে সবথেকে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজন করার বিশ্বরেকর্ডটি দখলে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামটি। ১৯৮৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৩৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ভেন্যুতে। চলতি মাসের ২২ তারিখে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি এই ঐতিহাসিক মাঠেই অনুষ্ঠিত হবে।

এদিকে তালিকার দ্বিতীয় এবং তৃতীয়তে আছে অস্ট্রেলিয়ার দুটি স্টেডিয়াম। ১৫৬টি ম্যাচ আয়োজন করার মাধ্যমে
দ্বিতীয় স্থানটি দখলে রেখেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৯৭৯ সাল থেকে এই স্টেডিয়ামটিতে ওয়ানডে অনুষ্ঠিত হয়ে আসছে।

১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত ১৪৯টি ওয়ানডে আয়োজন করার রেকর্ড আছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের। তালিকার তৃতীয়তে অবস্থান এই স্টেডিয়ামটির। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠটি রয়েছে চতুর্থতে। ১৯৯২ থেকে মোট ১৪৭টি ওয়ানডে আয়োজন করেছে স্টেডিয়ামটি। অপরদিকে শ্রীলঙ্কার প্রেমাদাসা রয়েছে এর পরের স্থানে অর্থাৎ পঞ্চমে। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত ১২৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে।


শেয়ার করুন :


আরও পড়ুন

মায়ের ইচ্ছায় মামাতো বোনকে বিয়ে করছেন মোস্তাফিজ

মায়ের ইচ্ছায় মামাতো বোনকে বিয়ে করছেন মোস্তাফিজ

নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বাটলার

নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বাটলার

সাইফ-ফরহাদে দোলেশ্বর জয়

সাইফ-ফরহাদে দোলেশ্বর জয়

নিউজিল্যান্ড কোচ ফ্লেমিংয়ের পদত্যাগ

নিউজিল্যান্ড কোচ ফ্লেমিংয়ের পদত্যাগ