ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে হায়দরাবাদের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ এএম, ৩০ এপ্রিল ২০১৯
ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে হায়দরাবাদের জয়

ছবি : বিসিসিআই

ডেভিড ওয়ার্নারের ব্যাটিং ঝড়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪৫ রানের জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ জয়ে চার নম্বরে ওঠে এসেছে সাকিবের হায়দরাবাদ।

সোমবার (২৯ এপ্রিল) আইপিএলের ৪৮তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে প্রথমে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ।

ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১২ রানের বিশাল স্কোর গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৬ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসের মধ্যে ৭টি চার ও ২টি ছক্কার মার ছিল।

এছাড়া ব্যাট হাতে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন এম কে পান্ডে। তিনি করেন ২৪ বলে ৩৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানেরই থেমে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস। হেরে যান ৪৫ রানের বিশাল ব্যবধানে।

ব্যাট হাতে একমাত্র ওপেনার কান্নন রোকেশ রাহুল ছাড়া আর কেউ ভালো করতে পারেননি। ৫৬ বল মোকাবেলা করে তিনি তুলেন ৭৯ রান। এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মায়ঙ্ক আগারওয়াল। ১৮ বল মোকাবেলা করে তিনি করেন ২৭ রান।

ম্যাচ সেরা হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

এদিকে এ জয়ে আইপিএলের ৪৮ ম্যাচ শেষে নিজেদের খেলা ১২ ম্যাচে ৬ হার ও ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ওঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে ১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সেমে গেছে ৬ নম্বরে।


শেয়ার করুন :


আরও পড়ুন

আন্দ্রে রাসেলের কাছে হার মানলো হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ঝড়

আন্দ্রে রাসেলের কাছে হার মানলো হার্দিক পান্ডিয়ার ব্যাটিং ঝড়

সবার আগে প্লে অফে দিল্লি

সবার আগে প্লে অফে দিল্লি

ঘরের মাঠে ধোনিহীন চেন্নাইয়ের প্রথম হার

ঘরের মাঠে ধোনিহীন চেন্নাইয়ের প্রথম হার

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টেইন

আইপিএল থেকে ছিটকে গেলেন স্টেইন