মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলেন মালিঙ্গা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮
মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলেন মালিঙ্গা

যেকোনো ভূমিকায় ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চাওয়া লসিথ মালিঙ্গা পুনরায় ফিরলেন মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে। তবে ক্রিকেটার হিসেবে নয়, বোলিং পরামর্শদাতার অবতারে।

মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগআউটে বরাবরই তারকাখচিত সাপোর্ট স্টাফের উপস্থিতি চোখে পড়ে। এবার তার ব্যতিক্রম হচ্ছে না। হেড কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে বোলিং মেন্টর হিসেবে মালিঙ্গাকে জুড়ে দেওয়া তারই প্রমাণ।

নিজের নতুন ভূমিকা প্রসঙ্গে মালিঙ্গা বলেন, ‘মুম্বাই হল দেশের বাইরে আামার দ্বিতীয় ‘হোম’। গত এক দশকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে। মেন্টর হিসেবে সেই মুম্বাই দলে ফিরতে পেরে দারুণ লাগছে। এটা আমার কাছে দারুণ সুযোগ। ক্রিকেটার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে কাটানো সময়গুলো অত্যন্ত উপভোগ করিছি। আসা করি মেন্টর হিসেবেও দিনগুলো দারুণ কাটবে।’

গত দশটি মরশুম মুম্বাই ইন্ডিয়ান্সে খেলে যাওয়া মালিঙ্গা এ যাবৎ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তকমাও পেয়েছেন। ১১০ টি আইপিএল ম্যাচে ১৫৪টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে লসিথ মালিঙ্গার।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় মুশফিকদের অনুপ্রেরণা

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় মুশফিকদের অনুপ্রেরণা

ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দল

ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দল

বিরাট হারার কথা ভাবেই না : অশ্বিন

বিরাট হারার কথা ভাবেই না : অশ্বিন

মুম্বই থেকে বেঙ্গালুরুতে বিসিসিআই হেড কোয়ার্টার

মুম্বই থেকে বেঙ্গালুরুতে বিসিসিআই হেড কোয়ার্টার