ফিরছেন সাইফউদ্দিন, শক্তি বাড়াতে মাশরাফিকেও চায় রাজশাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৬ ডিসেম্বর ২০২০
ফিরছেন সাইফউদ্দিন, শক্তি বাড়াতে মাশরাফিকেও চায় রাজশাহী

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশাল ও জেমকন খুলনার পর মাশরাফি বিন মর্তুজাকে দলে নিতে আগ্রহ দেখালো মিনিস্টার গ্রুপ রাজশাহী। সাইফউদ্দিনকে নিয়ে ধাক্কা খাওয়া দলটি নিজেদের শক্তি বাড়াতে মাশরাফিকে নিতে চায় তারা। যদিও ইনজুরি কাটিয়ে দলের সাথে অনুশীলনে যুক্ত হয়েছেন সাইফউদ্দিন।

মাশরাফির বিষয়ে শনিবার (৪ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে কথা বলেছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার। তিনি বলেন, ‘মাশরাফি যখন খেলবে তখন যেকোন দলের জন্যই একটা বিশাল সুযোগ তাকে ব্যবহার করা বা খেলানোর। আমাদের টিম কম্বিনেশনে সাইফউদ্দিনকে ঘিরে যে প্ল্যান সাজিয়েছি সেখানে বড় একটা ধাক্কা খাওয়ার পরে সাইফউদ্দিনকে আশা করি পেতে যাচ্ছি। এখন সাথে যদি মাশরাফি হয় দলের শক্তি অনেক বেড়ে যাবে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখন পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দলে নিয়ে হান্নান সরকার বলেন, ‘আপনারা দেখেছেন যে বোলিংয়ে সাম্প্রতিক ম্যাচগুলোয় কিছুটা সংগ্রাম করছি। সে ক্ষেত্রে সাইফউদ্দিন, মাশরাফি দু’জনকে এক সাথে খেলাতে পারলে আমাদের জন্য বিশাল একটা পাওয়া হবে। আর পরের তিন ম্যাচে আমার মনে হয় জেতার জন্য বোলিং ভূমিকাটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবে মাশরাফিকে আমরা চাচ্ছি।’

নিয়মানুসারে একের অধিক দল মাশরাফিকে পেতে আগ্রহী হলে সেক্ষেত্রে লটারি করা হবে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমন তথ্য জানিয়েছেন। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফির খেলতে হলে পূর্ব শর্ত হলো ফিটনেস টেস্ট। বিসিবির নিয়ম অনুযায়ী ফিটনেস টেস্টে পাস করতে করতে হবে।

রাজশাহীর ম্যানেজার বলেন, ‘আগেও বলেছি সময় যখন হবে তখন আমরা সিদ্ধান্তটা জানাবো। এখন আমরা এমন একটা অবস্থানে এসেছি যে মাশরাফিও তার সিদ্ধান্ত জানাতে পারবে বা বোর্ডও আমাদের মেডিকেল টিমের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে। সেটার পরই আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে, মাশরাফির ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারি।’

মাশরাফিতে দলে পেলে অধিনায়কত্ব দেওয়া হবে কি-না জানতে চাইলে হান্নান সরকার বলেন, ‘সত্যি বলতে এ বিষয়টি এখনো এভাবে চিন্তা করিনি। কারণ, একটা বিষয় হচ্ছে মাশরাফি কী চাচ্ছে? মাশরাফি এমন একজন প্লেয়ার বা অধিনায়ক তার সাথে আলোচনা না করে আমরা কোন সিদ্ধান্ত নিতে পারবো না। এখানে মাশরাফির মতামতই প্রাধান্য পাবে। ও আমাদের দলে আসলে প্রথম আলোচনাটাই হবে তুমি কি অধিনায়কত্ব করতে চাও?’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

মাশরাফিকে চায় বরিশাল-খুলনা, বিসিবির ‘শর্ত’ ফিটনেস

মাশরাফিকে চায় বরিশাল-খুলনা, বিসিবির ‘শর্ত’ ফিটনেস

‘শিগগিরই শক্তভাবে ঘুড়ে দাঁড়াবে সাকিব’

‘শিগগিরই শক্তভাবে ঘুড়ে দাঁড়াবে সাকিব’

মাথার আঘাতে সিরিজ থেকে ছিটকে গেল জাদেজা

মাথার আঘাতে সিরিজ থেকে ছিটকে গেল জাদেজা