মাথার আঘাতে সিরিজ থেকে ছিটকে গেল জাদেজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১১ এএম, ০৬ ডিসেম্বর ২০২০
মাথার আঘাতে সিরিজ থেকে ছিটকে গেল জাদেজা

ছবি : সিএ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের করা একটি বল রবীন্দ্র জাদেজার হেলমেটে লাগলে তিনি আর খেলতে পারেননি। সাজঘরে ফিরে যান। এবার জানানো হলো, চলমান তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই আর জাদেজা খেলতে পারছেন না।

রবীন্দ্র জাদেজার চোট গুরুতর ভাবা হচ্ছে। যার ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে আর খালাচ্ছে না ভারতীয় ক্রিকটে বোর্ড (বিসিসিআই)। ভারতীয় বোর্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। জাদেজার পরিবর্তে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচে পেসার শার্দূল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে।

বিসিসিআই জানায়, ‘শুক্রবার ম্যাচ চলাকালীন সাজঘরেই দুই ইনিংসের মাঝে বিরতিতে জাদেজার মেডিক্যাল পরীক্ষা হয়। বিসিসিআইয়ের চিকিৎসকরা পরীক্ষার পর জাদেজাকে পর্যবেক্ষণে রাখেন। শনিবার আরও পরীক্ষা হবে। দরকার হলে আবার স্ক্যান করা হবে। ফলে বাকি সিরিজে জাদেজা আর খেলতে পারবে না।’

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, মিচেল স্টার্কের বল হেলমেটে লাগার পর সাজঘরে ফিরে জাদেজার ঠিক কী হয়েছিল, তার বর্ণনা দিয়েছেন সঞ্জু স্যামসন। ভারতের এ ব্যাটসম্যান বলেন, ‘ও (জাদেজা) ড্রেসিং রুমে ফেরার পর আমাদের ফিজিও নীতিন প্যাটেল জিজ্ঞেস করে, কোন সমস্যা হচ্ছে কি-না। ও জানায়, একটু আচ্ছন্ন লাগছে। এরপর দলের ডাক্তার অভিজিৎ সালভের পরামর্শ অনুযায়ী তাকে পর্যবেক্ষণে রাখা হয়।’

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহালিও জাদেজার বিষয়ে প্রশ্নের সম্মুখিন হন। তিনি জানান, ‘জাডেজার মধ্যে এখনও আচ্ছন্ন ভাব রয়েছে।’

স্টার্কের বল হেলমেটে লাগার পর জাদেজা ব্যাট হাতে সাজঘরে ফেরার পর ফিল্ডিং করতে নামেননি। তার পরিবর্তে নামেন নামেন যুজবেন্দ্র চাহাল।

এদিকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বিরাট কোহলির ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১১ রানের জয় তুলে নিয়ে ১-০ তে এগিয়ে গেছে কোলিরা।

সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রোব ও মঙ্গলবার (৬ ও ৮ ডিসেম্বর)। টি-টোয়েন্টি সিরিজ শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু ভারতের

ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু ভারতের

টসের পূর্ব মুহূর্তে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ স্থগিত

টসের পূর্ব মুহূর্তে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ স্থগিত

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচলো ভারত

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচলো ভারত

মাশরাফিকে চায় বরিশাল-খুলনা, বিসিবির ‘শর্ত’ ফিটনেস

মাশরাফিকে চায় বরিশাল-খুলনা, বিসিবির ‘শর্ত’ ফিটনেস