ভারতকে ৫০ রানও টার্গেট দিতে পারলো না ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১
ভারতকে ৫০ রানও টার্গেট দিতে পারলো না ইংল্যান্ড

নিজেদের প্রথম ইনিংসে ১১২ রানে গুটিয়ে গিয়েছিল সফররত ইংল্যান্ড। তবে বল হাতে স্বাগতিক ভারতকেও ১৪৫ রানে গুটিয়ে দিয়ে ম্যাচে ফিরেছিল ইংলিশরা। সেটিও আর হলো না। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানেই প্যাকেট হয়ে গেছে সফরকারীরা। ফলে সিরিজের গোলাপি বলে টেস্টে জয়ে জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ৪৯ রানের।

ইংল্যান্ডকে মাত্র ৮১ রানে গুটিয়ে দেওয়ার পেছনে বল হাতে ভূমিকা রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল। বল হাতে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন প্যাটেল। আর ৪৮ রানে ৪টি উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। বাকি উইকেটটি নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
sportsmail24
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রান করেছেন বেন স্টোকস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে অধিনায়ক জো রুটের ব্যাট থেকে। স্টোকস-রুট ছাড়া দুই অঙ্কের ইনিংস খেলতে পেরেছেন একমাত্র ওলি পোপ, ১২ রান।

ইংল্যান্ডে এই তিনজন ছাড়া বাকি কেউ নিজের ইনিংস দুই অঙ্কোর ঘরে নিতে পারেনি। এছাড়া রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন চার ব্যাটসম্যান।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৮ রানে রুটের ৫ শিকার, ১৪৫ রানে প্যাকেট ভারত

৮ রানে রুটের ৫ শিকার, ১৪৫ রানে প্যাকেট ভারত

ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে জো রুটদের অভিযোগ

ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে জো রুটদের অভিযোগ

গোলাপি বলে দিশেহারা ইংল্যান্ড, ১১২ রানে অলআউট

গোলাপি বলে দিশেহারা ইংল্যান্ড, ১১২ রানে অলআউট

বিশ্বকাপের আগে আইপিএলকে ‘সুযোগ’ দেখছেন বেয়ারস্টো

বিশ্বকাপের আগে আইপিএলকে ‘সুযোগ’ দেখছেন বেয়ারস্টো