সৌম্যকে নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ এএম, ২১ মার্চ ২০২১
সৌম্যকে নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের ভালো প্রস্তুতির কথা বলা হলেও কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে পারেননি। তাদের মধ্যে ওয়ানডাউনে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। ম্যাচ শেষে তাইতো অধিনায়ক তামিম ইকবালকে দিতে হলো সেই ব্যাখ্যা।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে চট্টগ্রামে ব্যাট হাতে সাত নম্বরে খেলেছেন সৌম্য সরকার, রান পাননি। ৮ বলে ৭ রান করার পরই রান আউটে কাটা পড়েছিলেন তিনি। সেখানে নিউজিল্যান্ডে ওয়নাডে সিরিজের প্রথম ম্যাচেই তাকে খেলানো হয়েছে ওয়ানডাউনে।

ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশে এই কথাটা বলেছি যে, সৌম্যকে (সৌম্য সরকার) আমরা সাত নম্বর রোলে হিসেবে দেখছি। কিন্তু আমরা আজকে (শনিবার) যে দলটা খেলেছি, যদি আপনারা কম্বিনেশন দেখেন তিন নম্বরে ব্যাটিং করার জন্য সৌম্যই ছিল।’

তিনি বলেন, ‘যদি আপনারা খেলোয়াড়গুলোকে দেখেন। যারা আজকে খেলেছে। সো, ওই তিন নম্বরে খেলার মতো ওই (সৌম্য) ছিল। এ কারণেই... ও তিনে খেলেছে। আর ওর নিউজিল্যান্ডে অভিজ্ঞতাও আছে (খেলার)। এ কারণে তাকে তিন নম্বরে খেলাইতে হয়েছে।’

তিন নম্বর পজিশনে ব্যাট করা ছাড়াও ষষ্ঠ বোলার হিসেবেও বল করেছেন সৌম্য সরকার। বল হাতে এক ওভার বল করে ৫ দিয়েছেন তিনি।

সৌম্যর বল করার বিষয়ে তামিম বলেন, ‘দলে যদি আপনারা কম্বিনেশন দেখেন, আমাদের ষষ্ঠ বোলার হিসেবে কেউ ছিল না। রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ রিয়াদ) ব্যাক ইনজুরি কারণে উনি বোলিং করতে পারছেন না। হয়তো পুরো সিরিজেই বল করতে পারবেন না। তো, আমাদের ষষ্ঠ বোলিং অপশনই ছিল সৌম্য।’

তিনি আরও বলেন, ‘আমরা পাঁচজন বোলার নিয়ে খেলেছি। এই পাঁচজনের মধ্যে যদি কেউ ভালো না করে তাহলে আমার ষষ্ঠ বোলার হিসেবে সৌম্যই আছে। সো, সেটাই হয়েছে।’

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নানা প্রত্যাশার ম্যাচে বড় পরাজয়

নানা প্রত্যাশার ম্যাচে বড় পরাজয়

দেড়শতেও পৌঁছতে পারলো না বাংলাদেশ

দেড়শতেও পৌঁছতে পারলো না বাংলাদেশ

দুই দলে চারজনের অভিষেক

দুই দলে চারজনের অভিষেক

হঠাৎ টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন তামিম

হঠাৎ টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন তামিম