এশিয়া কাপের দলে ফিরলেন সাইফ-সোহান, মিরাজ-সৌম্য স্ট্যান্ডবাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ পিএম, ২২ আগস্ট ২০২৫
এশিয়া কাপের দলে ফিরলেন সাইফ-সোহান, মিরাজ-সৌম্য স্ট্যান্ডবাই

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক হিসেবে দলে ফিরেছেন সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। তবে নেদারল্যান্ডসের ন্যায় এশিয়া কাপেও নেই মেহেদী হাসান মিরাজ।

প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান। সর্বশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন নুরুল। তার সঙ্গে দলে ফিরেছেন সাইফ হাসান।

এদিকে, নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে এশিয়া কাপের দলেও রাখা হয়নি। তবে ঘোষিত দলে স্ট্যান্ডবাই হিসেবে তাকে রাখা হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে মিরাজ-সৌম্যসহ চারজনকে রাখা হয়েছে।

সিলেটের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ আগস্ট শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজটি এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।

স্ট্যান্ড বাই (এশিয়া কাপ) : সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।



শেয়ার করুন :